ইচ্ছাখালি উদয়ণ এডুকেশনাল সোসাইটির সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনকাল ডেস্ক ,মুর্শিদাবাদ; প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও পালিত হলো ইচ্ছাখালি উদয়ন এডুকেশনাল সোসাইটির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিন ১১ তম সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হয়। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাহিন সিদ্দিকী ও কৃষি কোষাধ্যক্ষ আব্দুল হাদী, ইসাহাক মাদানী, এরফানুল হক মাদানী, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার জঙ্গিপুর মহকুমা সম্পাদক মোঃ আব্দুর রহমান, শেকালিপুর হাই স্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বদরুদ্দোজা সাহেব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশানুল হক বিদ্যালয়ের সাফল্য বিষয়ে আলোকপাত করেন । এখানে ৩২০ জন ছাত্র ও ছাত্রী ও ১৮ জন শিক্ষক শিক্ষিকা আছে। বিশিষ্ঠদের মধ্যে ইসাহাক মাদানী ও ইরফান মাদনী শিক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।
এইদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সেরা আকর্ষণ ছিল সাংস্কৃতিক সন্ধ্যা ও সেরা বিনোদন। এই বিনোদন অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের ক্ষুদে একঝাঁক শিল্পী। তারা আবৃত্তি, গজল পরিবেশন, বিভিন্ন ভাষায় বক্তব্য, মূকাভিনয়, নাটক, সমবেত সংগীত, কোরআন তেলাওয়াতে দর্শকদের মন জয় করে নেয়।
পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার কাজ শেষ করেন।

Back To Top