কবিতাঃ তোমাকে গুছিয়ে রেখো

তোমাকে গুছিয়ে রেখো
~রানু সরকার

নীলাঞ্জনা তোমার হৃদয়ে অনেক প্রেম,
ধরা দাও না তুমি লজ্জা পাও।

নীলাঞ্জনা আমি তোমাকে স্পর্শ করতে চাই,
কেন তুমি মুখ লুকিয়ে চলে যাও?

আমি তোমার হাত ধরে আটকিয়ে লজ্জা দেখার চেষ্টা করি।
তোমার মুখের দিকে তাকিয়ে থাকি,

তুমি আবার লজ্জায় মুখ সরিয়ে নিলে কেন?
আমাকে দেখতে দাও নীলাঞ্জনা,
আমার ভালবাসা নিতেই হবে, আমি খুব ভালবাসি তোমায়।

তুমি তো বলে ছিলে তোমার হৃদয় পরাধীন,
নীলাঞ্জনা তুমি কি জানো না কিভাবে হৃদয় দিতে হয়?

লজ্জা-ভয় পেয়ে কি লাভ বলো,
নীলাঞ্জনা আজ তোমার লজ্জা-ভয় সব মুক্ত
করে দেবো।

আমি নীলাঞ্জনার নিষ্পাপ মুখটি দুহাত দিয়ে ধরলাম,
নীলাঞ্জনার গভীর মায়াবি দুটি আঁখির উপর আমার উত্কোচ আঁখি।

তোমার হৃদয়ে ভয়ের দেয়াল আটকে রাখে,
আমার ঠোঁট নীলাঞ্জনার ঠোঁটের উপর রাখি।

নীলাঞ্জনার নিশ্বাস আমার ভেতরে প্রবেশ করে ।
আমার নিশ্বাসের ধাক্কায় ভেঙ্গে যায় নীলাঞ্জনার ভয়ের দেয়াল ,

পরাধীন মন নীলাঞ্জনার মুক্ত হয়।
নীলাঞ্জনা আমি এখন চলে যাচ্ছি,

আমার হৃদয় এখন থেকে তোমার যত্ন করে রেখো,
পরে আমি আসবো তোমাকে গুছিয়ে রেখো।

Back To Top