Category: কবিতা

কবিতাঃ নাতিক্ষুদ্র পাতার গাছ

~উমর ফারুক শকুনের ঝাঁক ওড়ে আকাশেবাতাসে ভেসে বেড়াচ্ছে লাশরোদ্দুর ঝলমল করছে!সে ঘরে শোক গুলোযদিও এক পরিণিতো শক্তিলাশের মিছিল থেকে পিতা হারা সন্তানসন্তান হারা মাতা এবংমাতা হারা সন্তানের চিৎকার!সে ভিত্তি ভূমির বাতাসকে করেছে বিদগ্ধবুলেট হয়ে হাওয়ায় উড়ে যাওয়ানাতি ক্ষুদ্র একটি পাতার গাছ থেকেশকুনির তীর বিদ্ধনাতি ক্ষুদ্র পাতার গাছ থেকেকখনো ঝরে পড়া ভয় করছে না!

কবিতাঃ নেতাজীর উত্থান

নেতাজি সুভাষ তিনি ভারতের বীরবরদেশের ঢাল ছিল কটকে ছিল ঘরপড়ালেখা শিখেছিল পরাধীন ভারতেব্রিটিশের অনাচারে কত বীর কারাতে।স্বপ্ন দেখেছিল স্বাধীনতা হবে দেশভারতের মাটি থেকে অনাচার হবে শেষ।দিকে দিকে নিপীড়ন রুষ্ট চাষীরাকরেছিল তুষ্ট ফের কত দাস দাসীরাবাক স্বাধীনতাটাও কেড়েছিল শেষমেষছুড়েছিল কত কাদা জাত নিয়ে বিদ্মেষসেইদিনই হয়েছিল সুভাষের উত্থানজনতার দূত হয়ে ,জেগেছিল শত প্রাণ।বিরোধী দল গড়ে একতার দেই […]

কবিতাঃ খুলে দাও স্কুল

খুলে দাও স্কুল, মরে যায় শিক্ষাঅসহায় ছাত্র ঘুমে দেবে কে দীক্ষা।মুখ্যের দাপাদাপি বেড়ে ওঠে তিলতিলঅন্ধ বধির হয়ে শিশুরা হাসে খিল!বোঝে না কোন কিছু পড়ালেখা কি হবেআগামীর পথ বাঁকা খুলবে তা কবে?বিদ্ধ করি যত প্রশ্নের শত তীরবিদগ্ধ জ্ঞানীদেরও এই খানে নত শির।করবে কি বলে না সভ্যতা মরে যাকরাজনীতি গেম খেলে ভোট এলে দেই ডাকমাস্ক হীন জনতা […]

কবিতাঃ কিছু চাওয়া

কিছু চাওয়াউমর ফারুক শিশিরের বিন্দু তেভিজে পা, সন্ধ্যার চাপা ঘুমে।রক্তিম সূর্য থেকে রক্তিম আলোনিয়ে বেঁচে থাকা এই মরশুমে।চিৎকার করিচিৎকার করে উঠলো মনতীক্ষ্ণ বাতাস বয়ে নিয়ে আনে ওরাঅজানা অচেনা এক গুঞ্জন।বোঝে না সে শুধুআমার পথ চেয়ে দেখে থাকাকারা যোগায় না আহারকরে নিদ্রা হারাম কিছু চাওয়াকি আমার অপরাধ?

Back To Top