কবিতাঃ হে তীর্থ-পথিক

(প্রয়াত সাহিত্যিক আব্দুর রাকিবকে শ্রদ্ধা জানিয়ে)

হে তীর্থ-পথিক

~মোহাম্মদ সাদউদ্দিন

তোমার অনেক গুণ ছিল

তোমার প্রকাশ ক্ষমতা ছিল নানা ভঙ্গিতে

সাধনার পর সাধনায় তোমার ক্লান্তি ছিলনা,

তোমার বৌদ্ধিক চর্চা ছিল অতল তলে, কিন্তু আমরা তোমাকে

ধৃত রাষ্ট্র-র মতো বন্দী রেখেছিলাম

হে আমার তীর্থ পথিক,

না ফেরার দেশ থেকে

এই নিরামিষ ও বন্দী সমাজের

খোঁজ নিও

হ্যাঁ আমাদের ঘুন ধরা

সমাজের খোঁজ নিও।

Back To Top