রাম মন্দিরের নামে ১৪০০ কোটি টাকা পকেটস্থ করেছে বিশ্ব হিন্দু পরিষদ, দাবী হিন্দু মহাসভার

দিনকাল ডেস্কঃ বাবরী মসজিদ রাম মন্দির মামলা যখন সুপ্রিমকোর্টের গন্ডিই পার করতে পারেনি তার আগেই গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত উগ্র হিন্দুত্ববাদী দলগুলো।

এবার সেই জল গড়াল আম পাবলিকের মধ্যেও। হিন্দু মহাসভা প্রকাশ্যে দাবী করল বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির বানানোর নামে সারা বিশ্ব থেকে টাকা তুলে সেই টাকা তারা নিজেরাই হজম করে নিয়েছে এবং সেটা অল্প কিছু টাকা নয়, একেবারে ১৪০০ কোটি টাকা।

তারা আরও দাবী করে রাম মন্দির বানানোর নামে সারা বিশ্ব থেকে টাকা তোলে বিশ্ব হিন্দু পরিষদ। এবং সেই টাকা তারা তছরুপ করে চলেছে।

এ বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে যে তারা ইতিমধ্যেই রাম মন্দির বানানোর জন্য ইট ও পাথর কিনে রেখেছে।

হিন্দু মহাসভা দাবী করেছে মন্দির বানাতে ৪ কোটি টাকা খরচ হবে, সেখানে তারা কিভাবে ১৪০০ কোটি টাকা ইট ও পাথরে খরচ করতে পারে বা হতে পারে।

হিন্দু মহাসভার মুখপত্র দেবেন্দ্র পান্ডে ইন্ডিয়ান এক্সপ্রেস কে বলেন আমরা ইতিমধ্যেই টাকার তছরুপ নিয়ে আরএসএস চিফ মোহন ভাগবত, বিশ্ব হিন্দু পরিষদ এর পাট্রন অশোক সিংঘল এবং নরেন্দ্র মোদী কে চিঠি লিখেছি এর বিচার চেয়ে।

উল্লেখ্যঃ ১৯৯২ সালে ৬ ডিসেম্বর কয়েক শতাব্দী পুরোনো বাবরী মসজিদ কে ধুলিস্যাত করে উগ্র হিন্দুত্ববাহিনীর লোক। তাদের দাবী সেখানে নাকি রামের জন্ম হয়েছিল এবং সে জন্য সেখানে রাম মন্দির বানাতে চাই। এই ঘটনার এত বছর পরেও সেই কেস বিচারাধীন। 

Back To Top