আজকে শিক্ষক দিবস। চলুন জেনে নি শিক্ষক দিবসের কিছু তথ্য

দিনকাল ডেস্কঃ

শিক্ষক দিবস কেন?

শিক্ষক দিবস মূলত শিক্ষকদেরকে ধন্যবাদ জানানোর দিন। হাজার হাজার ছেলেদের জীবনে পরিবর্তন আনেন শিক্ষকরা। সারাজীবন একই জায়গাতে থেকে তারা শিক্ষা নামক অমূল্য জিনিসটি ছাত্রদের শেখান। তাই শিক্ষকদের কে ধন্যবাদ জানানোর জন্য এই দিন।

কেন ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস?

৫ সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃস্নন এর জন্মদিন। তিনি ছিলেন দর্শন শাস্ত্রে পন্ডিত, মাইশোর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি ও অক্সফোড ইউনিভার্সিটির অধ্যাপক। স্বাধীন ভারতের প্রথম উপ রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তাই এই পণ্ডিত এর জন্মদিন কে স্মরণীয় করে রাখতে ৫ সেপ্টেম্বর কে শিক্ষক দিবস হিসেবে ১৯৬২ সাল থেকে পালন করা হয়। উল্লেখ্য বিশ্বের অন্যান্য দেশে শিক্ষক দিবস এর দিন আলাদা। ১৯৯২ সাল থেকে জাতিসংঘ ৫ অক্টোবর সারা বিশ্বে শিক্ষক দিবস পালন করে থাকে।

শিক্ষক দিবসের গুরুত্ব?

এই দিন হচ্ছে শিক্ষক দের সম্মান জানানোর দিন। এই দিন পুথিগত লেখাপড়া হয় না। স্কুলে স্কুলে নানারকম ভাবে এই দিন উৎযাপন করা হয়।

কিভাবে পালন করা যেতে পারে এই দিন?

১) অনেক স্কুলে ছাত্রদের কে শিক্ষক বানিয়ে ক্লাস করানো হয়।

২) ছাত্রদের যেমন বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান হয় তেমন শিক্ষকদের নিয়েও কোন খেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

৩) শিক্ষক দিবস নিয়ে সর্বপল্লী রাধাকৃস্নন কে নিয়ে সেমিনার করা যেতে পারে।

৪) শুধুমাত্র শিক্ষা বিষয়ক কিছু সেমিনার বা তাৎক্ষনিক বক্তব্যের আসর করা যেতে পারে।

৫) শিক্ষকদের কে সংবর্ধনা দেওয়া।

 

আমাদের কাজ কি আপনার ভালো লাগছে? কমেন্ট করে জানান, অথবা, ইমেল করুন mydinkal@gmail.com, এ 

Back To Top