SDPI এর জয়ে সিদুরে মেঘ দেখছে বিজেপি ও কংগ্রেস

 

40678020_277466866314018_3685418420590870528_o
SDPI কর্মীদের বিজয় মিছিলের একটি দৃশ্য

দিনকাল ডেস্কঃ কর্ণাটক; সদ্য শেষ হওয়া পুরসভা নির্বাচনে SDPI ও BSP এর জয় চিন্তায় ফেলেছে বড় বড় রাজনৈতিক দলগুলোকে। সম্প্রতি কর্ণাটকের পুরসভা নির্বাচনে SDPI ও BSP যথাক্রমে ১৮ ও ১৩ কেন্দ্রে জয়লাভ করেছে।

SDPI মোট ৮৭ জন প্রার্থী দিয়েছিল তার মধ্যে ১৮ টি জিতেছে। সবথেকে বেশি আসন জিতেছে দক্ষিণ কানাড়া জেলাতে, যেখানে ২৪ জন প্রার্থীর মধ্যে ১১ জন জিতেছেন, ৬ জন উল্লাল থেকে ও ৪ জন বাঁটওয়াল থেকে।

দক্ষিণ কানাড়া জেলা সভাপতি আয়াতুল্লাহ বলেন আমাদের পার্টি পিছিয়ে পড়া দলিত ও সংখ্যালঘু যাদের সাথে কংগ্রেস ও নিজেপি ধোকা করেছে তাদেরই প্রতিনিধিত্ব করে। এই নির্বাচন দেখিয়ে দিল যে তারাও কিছু করতে পারে।

তিনি আরো বলেন আমরা আমদের আভ্যন্তরীণ তথ্যানুযায়ী প্রার্থী দিয়েছিলাম। আমরা সেইসব জায়গা থেকেই লড়াই করেছি যেখানে জেতার সম্ভাবনা সব থেকে বেশি। আমরা চাইলে দক্ষিণ কানাড়ার ৮৯ টি কেন্দ্রেই প্রার্থী দিতে পারতাম কিন্তু সেটা লোক দেখনো হয়ে যেত তাই আমরা ২৪ টি জায়গা থেকে প্রার্থী দিয়েছিলাম যেখানে সব থেকে বেশি সম্ভাবনা ছিল জেতার।

মাইশোর জেলাতে SDPI এর ফল সব থেকে ভালো যেখানে ৭ টির মধ্যে ৬ টিতেই জয়লাভ করেছে SDPI, একটি কেন্দ্রে মাত্র ৭২ ভোটে পিছিয়ে পড়ে দ্বিতীয় হয়েছে।

SDPI এর সর্বভারতীয় সম্পাদক আব্দুল মাজিদ বলেন “আমাদের পার্টি ক্যাডার বেস পার্টি, আমাদের ক্যাডাররা এবং তৃণমূল স্তর থেকে কাজ করে যাচ্ছে এবং সেইসাথে মানুষের প্রয়োজনে মানুষের পাশে থেকেছে, আজকে মানুষ তার প্রতিদান দিয়েছে।

SDPI এর জয়ের ব্যাপারে RSS নেতা প্রভাকর ভাট স্বীকার করেছেন যে SDPI শেষ দুইবছর থেকে বিশেষ শক্তিতে পরিণত হয়েছে এবং এই ফল তারই প্রমাণ। ভাট আরো বলেন যে সমাজের বিশাল একটা অংশ SDPI কে সমর্থন করছে এবং তারা বিজয় লাভ করেছে মূলত সংখ্যালঘু এলাকা থেকে।

 

আমাদের কাজ কি আপনাদের ভালো লাগছে! তাহলে কমেন্ট করে জানান আপনার মতামত অথবা ইমেল করুন এই ঠিকানায়  mydinkal@gmail.com

Back To Top