প্রচন্ড বৃষ্টিতে কলকাতায় ভেঙে পড়ল সেতু

দিনকাল ডেস্কঃ কলকাতা; আবারো ব্যাস্ত শহর কলকাতায় ভেঙে পড়ল সেতু। গত ২বছর আগে কলকাতার পোস্তই এই সেতু ভেঙে পড়ার ঘটে। এবারের ঘটনা মাঝেরহাট সেতু। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ধসে পড়ে দক্ষিণ শহরতলির এই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সেতুটি। সেই সময় সেতুর উপর অনেক যানবাহন ছিল। নবান্ন সূত্রের খবর, এই ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর দেখা যায়, বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশি কিছু রক্তাক্ত দেহ এবং ভাঙাচোরা গাড়ি। ঘটনার কিছু ক্ষণের মধ্যেই উদ্ধারকাজে নামে দমকল, বিপর্যয় মোকাবিলা দল এবং পুরসভার ভারপ্রাপ্তরা। । পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছয় সেনাবাহিনীও। উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসে। সেখানে এক জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। সিএমআরআই-এ ভর্তি করানো হয়েছে ১০।

কলকাতায় যখন মাঝেরহাট সেতু ভেঙে পড়েছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন দার্জিলিঙে। ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন, কী ভাবে ঘটেছে, সে সব নিয়ে পরে আলোচনা হবে। সেটা তদন্ত করা হবে”। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আামরা সকলেই ফিরে যেতে চাইছি। কিন্তু, এই মুহূর্তে এখান থেকে নীচে নামতেও তো ঘণ্টা চারেক সময় লাগবে। তার পর এখন আর কলকাতা ফেরার কোনও বিমান নেই। আমরা এখান থেকে পরিস্থিতির উপর লাগাতার নজর রাখছি। আমাদের মনটা ওখানে পড়ে রয়েছে।এক জনের মৃত্যুও দুর্ভাগ্যজনক।’’’’………

…….সময় থাকতেই সচেতন হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল ২০১৭ অক্টোবর মাসের দিকে পূর্ত দফতরের পক্ষ থেকে। শহরে একের পর এক সেতুতে ফাটল ধরা পড়ার পরে আগাম সচেতনতা হিসেবেই কাজ করার চিন্তা ভাবনা ছিল দফতরের। দফতরের এক আধিকারিক জানিয়েছিলেন, বড় ক্ষতি হয়ে গেলে খরচও বাড়বে অনেকটাই। আর সেই তালিকায় ছিল দক্ষিণ কলকাতার মাঝেরহাট সেতুটি। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা গেলনা পঞ্চাশের দশকের এই সেতুকে। পঞ্চাশের দশকের শেষে তৈরি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনও বড়সড় সংস্কারের কাজ হয়নি এখানে।
আলিপুর ডিভিশনের অধীন এই সেতুর সংস্কারের জন্য দু’কোটি টাকা খরচ ধার্য হয়েছিল। বিজ্ঞাপন দিয়ে দরপত্রও ডাকা হয়ে গিয়েছিল। কিন্তু কাজ হয়নি।
…..৪৫০ মিটার দীর্ঘ সেতু বহুদিন সংস্কারের অভাবে মলিন হয়ে গিয়েছিল সেতুর উপরের গাড়ি চলাচলের রাস্তা। ভেঙে গিয়েছে রেলিং-এর কোনও কোনও অংশ। সেতুর উপর দিয়ে চলে গিয়েছে ট্রামলাইনও।

Back To Top