মোদি বিরোধী IPS অফিসার সঞ্জীব ভাট কে গ্রেফতার

সঞ্জীব ভাট (ছবিঃ bing.com)

IPS সঞ্জীব ভাট কে গ্রেফতার করল গুজরাট সিআইডি। ২২ বছরের পুরনো একটি কেসে এই বহিষ্কৃত আইপিএস অফিসার কে গ্রেফতার করল সিআইডি।

কে এই সঞ্জীব ভাট?

৫৪ বছর বয়স্ক আইআইটি বোম্বে প্রাক্তনী ১৯৮৮ সালে IPS হয়ে চাকরিতে যোগ দেন। তিনি গুজরাট ব্যাচের অফিসার ছিলেন। ২০০২ সালের দাঙ্গার জন্য তিনি মোদিকে দায়ী করে পিটিশন দাখিল করেছিলেন। এছাড়াও তিনি তার সাহসী কাজের জন্য বিখ্যাত। ২০১৫ সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

কেন গ্রেফতার?

১৯৯৬ সালে সঞ্জীব ভাট রাজস্থানের আইনজীবী সুমারসিঙ্ঘ পুরোহিত এর বিরুদ্ধে ড্রাগের মামলা করেন। এই মামলার বিরুদ্ধে এস পুরোহিত রাজস্থানে সঞ্জীব ভাটের বিরুদ্ধে মানহানি ও মিথ্যা কেসে তাকে ফাসিয়েছে বলে কেস করেন। সম্প্রতি গুজরাট হাইকোর্ট এই মামলা শুরু করার নির্দেশ দিয়েছিল, তারপরেই সঞ্জীব ভাটকে আজ গ্রেফতার করেছে সিআইডি।

গ্রেফতারের প্রতিক্রিয়াঃ

সঞ্জীব ভাটের এই গ্রেফতার কে উদ্দেশ্য প্রণেদিত বলে উল্লেখ করেছেন অনেকেই। কারণ এই সঞ্জীব ভাট যিনি IPS থাকাকালীন মোদীকে গুজরাট দাঙ্গায় দোষী বলে চিহ্নিত করেন তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ফাসানো হয়েছে বলে অনেকেরই দাবী। এছাড়া সামাজিক মাধ্যমে তিনি একজন পরিচিত ব্যক্তি। সমাজের অনেক বিষয় নিয়েই তাকে সরব হতে দেখা যায় সামাজিক মাধ্যমে। সম্প্রতি পুণে পুলিশ ৫ জন সামাজিক কর্মী কে গ্রেফতার করার পর সঞ্জীব ভাটের গ্রেফতার মোদি ও বিজেপি সরকার বিরোধী আওয়াজ বন্ধ করছে বলেই অনেকের ধারণা।

আমাদের কাজ কি আপনাদের ভালো লাগছে! তাহলে কমেন্ট করে জানান আপনার মতামত অথবা ইমেল করুন এই ঠিকানায়  mydinkal@gmail.com)

Back To Top