কবিতাঃ রক্তাক্ত ফেব্রুয়ারী

~উমর ফারুক

‘… পতাকায় মোড়ানো জীবন নিয়ে বেঁচে আছি
যেন আমার মায়ের গায়ে আচড় না লাগে,
চলি আমরা রক্ষীবাহিনী সীমান্তের কাছাকাছি
নিদ নাই, রাত জাগি দিবালেকের বাগে’…

আজ কি তবে নবীন শতাব্দীর অধ্যায়?
মায়ের আঁচল খানা উড্ডিয়মান নিশানে মোড়া,
৫০ জওয়ানের রক্তের হোলি খেলায় ওরা ধুলি ওড়াই
আপন মা’কে বাঁচাতেই সিংহ সন্তান জন্মেছে তারা।

আজ রক্তাক্ত ফেব্রুয়ারীর লাল বাতির দিন
ভালোবাসার ওরা মস্ত বড়ো আনন্দে,
ভুলিতে পারিনা কেন আমি তাদের সেই ঋণ?
রক্তের সাথে জমিনের ধুলিকনা মিলিয়েছে স্বচ্ছন্দে।

রক্তে ভেজা সিক্ত মাটি বিবর্ণিত ঘাস
রক্তাক্ত ফেব্রুয়ারীতে ধারণ করিলাম
জোওয়ান তোমার লাশ….
কন্টকাকীর্ন গলির মুখে নিশান লইয়া গেলে
তোমার পাশের একটি শত্রু বোমা ছুঁড়িয়া দিলে।
চলমান গতিপথের কঠোর যানবাহন
নিমেষেই ধূলিসাৎ, তোমার গায়ে সাত কাফন।
পড়িয়া রহিয়াছে, পতাকার বাক্সে মোরা
আমার পদতলের মাটি সরিয়া যেন –জোড়া
ফুলের মতো, মা’র দুই সন্তানের ছুটন্ত ঘোড়া।

আজ তিক্ত রক্তাক্ত ফেব্রুয়ারীর দিন,
যখন সব ভ্যালেন্টাইন এর মগ্নচুড়ায় চড়ে…
হাটে ঘাটে যেখানে আপনার মান হয় লীন
প্রেমের তানে নৃত্যের ভোগে কুরবানী দিলোরে
তোমারই আপন ভাই নোওজোওয়ান ভারতীর।

Back To Top