লালগোলা শিয়ালদহ লাইনে নদীয়ার ডেলিপ্যাসেঞ্জারদের অত্যাচার বন্ধ হোক

#মতামত

ট্রেনের সাধারণ যাত্রীদের প্রতি অত্যাচারের পরিমাণ বেড়েই চলেছে দিন দিন। লালগোলা থেকে শিয়ালদহগামী সমস্ত ট্রেন গুলতে প্রতিদিন বেড়েই চলেছে হকার ও ডেইলি প্যাসেঞ্জারদের অত্যাচার। সাধারণ যাত্রীরা অতিষ্ঠ হয়ে পড়ছে। সাধারণ প্যাসেঞ্জার কে জোর করে তুলে দিয়ে তাস খেলা শুরু করে , সিট থেকে কেউ না উঠতে চাইলে ডেইলি প্যাসেঞ্জারা কয়েক জন মিলে মারতে শুরু করে, অকথ্য গালিগালাজ দেয়। বিশেষ করে কৃষ্ণনগর ও রানাঘাট থেকে যে সমস্ত ডেইলি প্যাসেঞ্জার ট্রেনে ওঠে তাদের অত্যাচারের পরিমাণ এমন যা সহ্য করার মতো নয়। এ বিষয়ে সরকারি প্রশাসনের নজরে এলেও তাদের কোন ভ্রূক্ষেপ নেই। বিশেষ করে মুর্শিদাবাদ থেকে যে সমস্ত সাধারণ যাত্রী এই সব ট্রেনে যাতায়াত করে থাকেন তাদের উপর এই অপ্রীতিকর অত্যাচার চালাতে থাকেন কিছু দুষ্ট প্রকৃতির লোক। তারা নিজের ক্ষমতার বহিঃপ্রকাশ করছে দূরবর্তী প্যাসেঞ্জার বলে। তাছাড়া হকার রয়েছে যারা কি করে ভিড়ের মধ্য দিয়ে চলাচল করে সাইড দিতে একটু দেরি হলে তারাও গালিগালাজ শুরু করে, কেউ প্রতিবাদ করলে মারার হুমকি দেয় এবং কখনও কখনও মারপিট শুরু করে । এর প্রতিবাদ না করলে সাধারণ যাত্রীরা অসুবিধার সম্মূখীন হতে হবে,  এদের অত্যাচারের সীমা আরও বেড়ে যাবে। আমাদের কে উচ্চপদস্ত রেল কর্মীদের জানাতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে। যাতে পরবর্তী কালে এই অত্যাচারের স্বীকার না হতে হয়।

ইয়াসিন আলি, মুর্শিদাবাদ

 

 

Back To Top