প্রথম লোকয়ুক্ত প্রাক্তন বিচারপতি অসীম রায়

দিনকাল ডেস্কঃ রাজ্যের প্রথম লোকয়ুক্ত প্রাক্তন বিচারপতি অসীম রায়। শুক্রবার বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত আইপিএস রাজ কনোজিয়াকে তথ্য কমিশনার করা হয়েছে। এই কমিশনের প্রধান হিসেবে এখন রয়েছেন প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। মানবাধিকার কমিশনের সদস্য নাপরাজিত মুখোপাধ্যায়ের মেয়াদ বাড়ানো হয়েছে। শীতকালীন অধিবেশন শুরুর প্রথমদিকে বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, লোকসভা প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় এবং বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রস্তাব এনে মুলতুবি হয়ে যায় সভা। তিন নেতাকেই আগামী ২৪ নভেম্বর পৃথকভাবে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শোকজ্ঞাপন করা হবে। আজ ছিটমহল জমি সংক্রান্ত বিল বিধায়কদের হাতে দেওয়া হয়। কোচবিহারের দিকে ছিটমহলের যেসব বাসিন্দা রয়েছেন তাদের খাস জমি দেওয়ার প্রস্তাব রেখেছে রাজ্য।

Back To Top