জীবনের বাঁক—-

~সীমন্তিনী দে~

শীতের চাঁদরে মুড়ি দিয়েছে এই শহর,

কোথাও যে খুঁজে পাচ্ছি না তোমাকে,

ভোরের ঘন কুয়াশায় হাতড়ে বেড়াচ্ছি, যদি ছুঁতে পারি সেই চেনা মানুষ টিকে।

হৃদয়ের শয্যায় গোলাপের কাঁটা যেনো ক্ষত করছে সুখের আঙিনা কে।

দুটি নয়ন থেকে ঝরে পড়া শিশির বিন্দু যেনো তোমার ই নামের প্রতিচ্ছবি।

আমার দুঃখের গৃহে প্রবাহিত হিমেল হাওয়ায় আমি স্তব্ধ।

মন চাইছে সূর্যের উত্তাপের মতো তোমার স্পর্শে উষ্ণতা পেতে।

জীবনের নদীর ধারা যে দিকে বেঁকে গেছে, পাবো কি খুঁজে তোমায়? সেই শান্ত নদীর গভীরতায়—–

Back To Top