নৈহাটি ও মানিকতলায় শীতবস্ত্র প্রদান

দিনকাল ডেস্কঃ স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন উপলক্ষ্যে উত্তর ২৪ পরগণার নৈহাটি ও কলকাতার মানিকতলার খালপারে শনিবারে শীতবস্ত্র প্রদান করা হল। দুঃস্থদের এদিন নৈহাটির সুকান্ত স্মরণীতে এখানকার নৈহাটি স্বামী বিবেকানন্দ দুঃস্থ-প্রতিবন্ধী শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে কম্বল সহ বিভিন্ন শীতবস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন প্রতিষ্ঠানের কর্ণধার দীপঙ্কর মজুমদার। তিনি এদিন অনুষ্ঠান পরিচালনাও করেন। এদিন ৩০০ প্রতিবন্ধী ও দুঃস্থদের শীতবস্ত্র দেওয়া হয়। এবং বিবেকানন্দর জীবনী নিয়ে কবিতা পাঠ ও আলোচনা করেন কবি সীমন্তিনি দে এবং কবি রানু সরকার, কবি ও সাংবাদিক মোহাম্মদ সাদউদ্দিন, স্থানীয় কাউন্সিলর থেকে অধ্যাপক ও বিশিষ্ট ব্যক্তিত্ব। বক্তারা বলেন ভারতে একটা পরম্পরা রয়েছে। সেই পরম্পরাকে নষ্ট করছে কিছু অপশক্তি। তার বিরুদ্ধে লড়াই করতে হবে।

এদিকে এদিন ভাষা ও চেতনা সমিতি মানিকতলা খালপারে শ্রদ্ধার সঙ্গে স্বামী বিবেকানন্দ ও শহীদ সূর্যসেন কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এই উপলক্ষ্যে এখানেও দুস্থদের শীতবস্ত্র ও শিশু পুরস্কার দেওয়া হয়। তা প্রদান করেন বাংলাদেশের বিশিষ্ট লেখক তবারক হোসেন, অধ্যাপক ইমানুল হক ও সাংবাদিক অমল সরকার।  

Back To Top