বাল ঠাকরে কখনোই মুসলিম বিরোধী ছিলেন নাঃ সঞ্জয় রাউত

বাল ঠাকরে কে নিয়ে তৈরি হওয়া সিনেমা মুক্তির আগে সেই একই প্রশ্ন আবার উঠে আসল। বাল ঠাকরে কি মুসলিম বিরোধী ছিলেন? ‘ঠাকরে’ সিনেমার অন্যতম প্রযোজক এবং চিত্রনাট্যের রচয়িতা সঞ্জয় রাউত বলেছেন “বাল ঠাকরে কখনোই মুসলিম বিরোধী ছিলেন না”।

একটি প্রেস কনফারেন্সে সঞ্জয় রাউতকে জিজ্ঞেস করেন বাল ঠাকরে কেন মুসলিমদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেন? প্রশ্নের উত্তরে তিনি উপরল্লিখিত মন্তব্য করেন। ঠাকরে সিনেমাতে কেন নওয়াজুদ্দিন সিদ্দিকী কে লিড রোল দেওয়া হল বলেও প্রশ্ন আসে। তিনি উত্তর দেন ঠাকরে সাহেব সবসময়ে যোগ্যতাকে মর্যাদা দিয়েছেন। এমনকি ‘ঠাকরে’ সিনেমার শীর্ষ সঙ্গীত নাকাশ আজিজ গেয়েছেন।

তিনি আরো বলেন, ঠাকরে সাহেব সব থেকে বড় দেশপ্রেমী ছিলেন। তিনি দেশকে এক সুতোয় বাধতে চেয়েছিলেন। দেশের উন্নতির জন্য সবাইকে একসাথে আনতে চেয়েছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ প্রতিক্ষীত এই সিনেমা আগামী ২৫ জানুয়ারী মুক্তি পেতে চলেছে।

দেখুন এই সিনেমার ট্রেলারঃ

Back To Top