অবিচ্ছেদ্য


~রানু সরকার~

ভালোবাসি বলে ভয় পাই
এই বুঝি হারাই- হারাই…

তোমার মুখে ভালোবাসার কথা শুনে
“পাখির”-মতো উড়ি–
দু’জনে পার্কে বেড়াতে যেয়ে
আঙুলে আঙুল ছুঁয়ে
ফোটাই গোলাপ কুড়ি।

“পার্কে”বসে করি মজার গল্প
“সন্ধ্যা” হয়ে এলো তবু মনে হয়
গল্প করেছি অল্প–

বাড়ি ফিরেছি বটে —
“প্রেমের” নেশা কাঁটেনি,
“অন্ধকারে” মুখ লুকিয়ে রাখি
চোখ বেয়ে ভালোবাসা ঝরছে।
ছেড়ে আসতে মন চায়নি,

দুটি হাত নীরব স্তব্ধতায় থেমে গিয়েছিল,
“বিদীর্ণ” অন্তরে রাত জেগে ভালোবাসার অনুভূতিতে মন ডুবেছিল।

কুসুম কোমল আদরে মায়ার টানে
ভেসে গিয়েছিলাম–
ভালোবাসায় অন্ধ হয়েছিলাম,

এখন বাড়ির শাসনে মেলামেশা বন্ধ প্রায়,
সন্ধ্যা নামলেই তোমার স্মৃতি আমাকে বিচরণ করায়–

মনের গভীরে উৎকন্ঠার জন্ম হয়,
যা সব হারিয়ে ফেলেছি
আর কি ফিরে পাবো?
তোমাকে ভুলতে চেয়ে
আরও বেশি ভালোবেসেছি ।

তোমাকে অতিক্রম করা সম্ভব নয়
তুমি আকাশের চেয়েও বড় আকাশ,
যত দূরেই থাকিনা কেন-মিশে আছ নিঃশ্বাসে প্রশ্বাসে–
সারাদিন -রাত্রিময়–

জড়িয়ে রেখেছো ভালোবাসার কাঁটায়–
জোর করে ভুলে যাওয়া যায় ।

Back To Top