জোড়াসাঁকো চলন্ত সাহিত্য পরিষদের ভাষাদিবস পালন , সন্ত্রাসী হামলা ও যুদ্ধের বিরুদ্ধে নিন্দা

দিনকাল ডেস্কঃ দক্ষিণ কলকাতার কুদ্ঘাট জোড়াসাঁকো চলন্ত সাহিত্য পরিষদের ডাকে এলাকার রবীন্দ্রনিকেতনে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হল। শনিবার সন্ধায় বৃষ্টিকে মাথায় নিয়ে এদিন কাশ্মীরে জঙ্গি হানায় নিহত সেনা- জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েও এদিন সীমান্তে যুদ্ধ বন্ধ করা দাবি করা হয় সংগঠনের পক্ষ থেকে। এদিন গান-কবিতা- আবৃতি- নৃত্য- আলোচনার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি কাশ্মীরে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানানো হয়।

জঙ্গী হামলায় নিহত সেনা- জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তার প্রতিফলন ঘটে কবিতা- আবৃতি- শ্রুতিকাব্য ও আলোচনার মধ্যে। অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব ও গীতিকর শঙ্কর হালদারের সঞ্চালনা ও অতসী হালদারের আন্তরিকতা সভাকে প্রাণবন্ত করে তোলে। ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে জ্ঞানগর্ভ বক্তব্য বলেন বিশিষ্ট কবি সাহিত্যিক মোহাম্মদ সাদউদ্দিন ও কাফিল আহমেদ। বক্তব্য বলেন, ‘আকিঞ্চন’ পত্রিকার সম্পাদক অরুণ ভট্টাচার্য। বক্তব্য বলেন, মঞ্জুষা মুখোপাধ্যায় ও সৌরিন চট্টোপাধ্যায়। স্বরচিত কবিতা পাঠ, আবৃতি, শ্রুতিকাব্য পাঠ করেন যথাক্রমে হরিশঙ্কর কুণ্ডু, মনীদীপা দাশ গুপ্ত, প্রিয়া সরদ, গৌরব কুমার নাগ, সুজাত জ্যোতি রায়, জয়ন্তী আচার্য , তারকনাথ দত্ত, শ্রাবণী কুণ্ডু, চন্দ্রানী গোস্বামী, সুদর্শন বসু, মুক্তা চৌধুরী প্রমুখ। নাচ প্রদর্শন করেন তিয়াশা হালদার। বিশিষ্ট কবি- সাহিত্যিক- গবেষক বরুন চক্রবর্তী আসতে না পারলেও মোবাইলে তিনি সভাকে উৎসাহিত করেন। 

Back To Top