মানুষ

~উমর ফারুক

সবার আগে মানুষ সত্য;
মানুষের জন্য শ্রেষ্ঠ শেষ সত্য কে তারা অস্বীকার করে –
যা আছে মানুষের বুকে,
বেঁধেছিল একবুক পরমে’র সুখে।।
মুখ গুজে গেয়েছিল গান, মানুষেরই জয়গান।
অমানুষিক আবেগে গ্লানির ভরপুর দরিয়ায় দেই ডুব,
মানুষের নাহি কাঁদে, কাঁদে তোর প্রান!!

নেতার সুরি, করে চুরি দিবালেকে। দিয়ে ধুলি
মানুষের সামিল তারে কেম নে বলি–?
সে যে অমানুষের মাঝে এক মানুষের বেশধারী!!
মানুষেরই সাথে চলি – চাই মানুষের সম্মান!!

মানুষ কারে কয়!? মানুষের সৎ ভাই মানুষই তো করে খুন- খুনের হিসাব করে বসে গুনে দিন ক্ষন…
আজ কেঁদে মরে মানুষ, কেঁদে মরে মানবতা!!
উমর খালিদের বীরত্বে কোন ঠাসা,বাঁধে বাসা
অন্তরের আস্তা কুড়ের বৈঠকখানায়।।

তুমি অমানুষ হয়ে যেওনা যেনো!!?
মানুষ চোখে অমান্য কে সামান্য করে দেখে!
নেতারা সব ধিক্কারে দেই ফুৎকার -এসে মানুষের সাথে সাক্ষাৎকারে বসে করে মানুষের সম্মান –
কাড়ে মানুষের জান-প্রান!!!!

ভেদে- দিখন্ডন করে রাখে মানুষ -লতার নবীন ডগায় বিঁধে কন্টকাকীর্ন তরুণীর কাঁটা,
মানুষ সহিয়া যায় শত বেদনা, বিরহের আকুলতার দরিয়ায় হাবুডুবু খেতে খেতে মানুষই তো দেই ডুব…
মানুষই তো গ্রহচারীর বিজ্ঞাপন দিয়ে দেই-
মানুষ কর্দের ডোবায় নির্মল কোমল ফোঁটায় !!!

Back To Top