পপুলার ফ্রন্ট ও রিহাব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে স্বনির্ভর প্রকল্প মুর্শিদাবাদের সাগরদিঘীতে

 

গাফুরুল শেখ, সাগরদিঘীঃ  দেশে যখন কর্ম সংস্থানের চরম অভাব, তখন সাধারণ মানুষ কে বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক প্রকল্প নিয়ে কাজ করছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘রিহাব ইন্ডিয়া ফাউন্ডেশন’। সংস্থার পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে এবং পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সহযোগীতায় সাগরদিঘী ব্লকের কাবিলপুরে মোট ত্রিশ জন কে স্বনির্ভর প্রকল্পের অধীনে বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে। ছয় জনকে বিনা সুদে দশ হাজার টাকা করে ঋণ এবং চব্বিশ জন মহিলাকে ছয় মাসের টেলারিং ট্রেনিং শেষে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

স্বনির্ভর প্রকল্পের ঋণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহাব ইন্ডিয়ার ফিল্ড অফিসার, পপুলার ফ্রন্টের রাজ্য সভাপতি মুহাম্মদ সাহাবুদ্দিন, পপুলার ফ্রন্টের সাগরদিঘী ব্লক সভাপতি মহঃ জাইসুদ্দিন, ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডীয়ার রাজ্য সভাপতি আব্দুল আজিজ।  রিহাব পরিচালিত টিউশন সেন্টারের শিক্ষক মহঃ আব্দুল হামিদ সহ স্থানীয় সমাজসেবীগণ।

আরও পড়ুনঃ “আসুন সকলে মিলে দেশ বাঁচাই”  শীর্ষক সেমিনার আয়োজন অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের 

Back To Top