NRC, NPR, ও CAA বাতিলের দাবিতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার আলোচনা সভা মুর্শিদাবাদে


গাফিরুল সেখ, সাগরদিঘি: NRC, NPR, ও CAA বাতিলের দাবিতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার আলোচনা সভা মুর্শিদাবাদের সাগরদীঘিতে। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তায়েদুল ইসলাম NRC সংহতি বিরোধীর সভাপতি । তিনি বলেন NRC মূলত ভারতের সকল জনগণকে বিদেশি বানিয়ে লাইনে দাঁড় করানো । তাঁরা যেন তাদের শিক্ষা, চাকরি, নিজেদের মৌলিক অধিকার ভুলে গিয়ে নিজ নিজ কাগজ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ুক । এই সুযোগে বিজেপি সরকার আরও পাঁচ বছর মসনদ দখল করা । CAA নিয়ে তিনি জোরদার আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন । কেননা আমাদের দেশের সংবিধান ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়ার কথা বলে না । সংবিধানে বলা আছে কোন ব্যক্তি যদি ৭ বছর এক নাগাড়ে বসবাস করে সে ভারতের নাগরিকের জন্য আবেদন করতে পারেন । কিন্তু বিজেপি সরকার সরকার এই সংবিধানের অবমাননা করে CAA এনেছে । বিজেপি সরকারের চক্রান্ত মূলত জাতি নিধন তারা RSS হিন্দুত্ব ফ্যাসিবাদীর দ্বারা পরিচালিত সরকার । বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা ৬ টি সম্প্রদায়ের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয় , কিন্তু মুসলিম সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছে যা সংবিধানের আর্টিকল 14 কে উল্লংঘন করা হয়েছে ।বিজেপি সরকার মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর এক জঘন্য চক্রান্ত শুরু করেছে ।
যা ভারতের ঐতিহ্যকে পঙ্গুত্ব করে দেওয়া ।
এছাড়া উপস্থিত ছিলেন বন্দী মুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস, বিশিষ্ট আইনজীবী আইনজীবী আবু বাক্কার সিদ্দিক, সাগরদিঘি অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ বদরুল সেখ প্রমুখ ব্যক্তি ।

Back To Top