কবিতা: বাংলা ভাষার গান


উমর ফারুক

শত শহিদের রক্ত দিয়ে
বাংলা ভাষা কেনা
নিজের ভাষা থাকুক নাদে
অন্যের ভাষা জানা।

বছর ঘুরে বীর শহিদের
স্মরণ করা হবে
ভাষার সম্মান যাক তবুও
দুখ নাহি সে পাবে !

জব্বার রফিক বরকতেরা
চাইল ভাষার দাম
উর্দু ভাষির চাপ মাথাতে
ছুঁড়লো বুলেট বোম।

একুশ এলো আবার ফিরে
বঙ্গমাতার কোলে
নিজভাষা কেন হাজার রঙে
বিকৃত ভাষা বলে।

তুমি যখন ফরেনে যাও
প্রাচ্যের শাড়ী পড়ো
ভাষায় ফুটে ভীনদেশীর গান
কেন ভাষার গর্ব কর..?

Back To Top