মনের বিলাপ

~~স্বরূপ রায়~~

জন্মের পর শৈশবে আমি ছেয়েছিলাম একজন ভাল মানুষ হিসাবে বাঁচতে।

কেন আমার জীবনে বারে বারে নেমে আসে বেদনা আর চাই প্রাচীর বাঁধতে।।

আমি কেন পদে পদে হই অপদস্থ।

পারি না স্বপ্নের চাওয়া সুখের অনুভূতি নিয়ে বাঁচতে হই শুধু পর্যদস্তু।।

আমি যাকে নিয়ে সুখের এক নিবিড় গড়তে চেয়ে ছিলাম সে হল আজ অন্যের।

পারি না ভুলতে তাকে সে আছে এখনো আমার মনের মধ্যে তবু সে আজ অন্যের।।

সুখের স্বপন ভেঙে হল খান-খান আজও পারলাম না তাকে জুড়তে মনের মধ্যে।

আমি আজ দিশাহীন পথযাত্রী পারি না তৈরি করতে নিজের মনের ঠিক গন্তব্যের।।

সব চেয়ে পৃথিবীর ভালবাসার যে আশ্রয়স্থল পিতা-মাতা তারাও আমার থেকে নিল বিদায়।

আজ আমি ভালবাসার আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত হয়ে বেঁচে আছি এক শূন্যতার আলোছায়ায়।।

তাইতো বার বার জাগে মনের মধ্যে এক বিরহ-বেদনা- যন্ত্রণার বাদ্যযন্ত্র।

আমি এখন হয়ে গিয়েছে দুঃখ আর বেদনার এক প্রতীকী মানবতন্ত্র।।

কি পাপে আজ আসলো নেমে আমার জীবনের মাঝে এত দুখ।

কবে আমি অনুভব করব আমার জীবনের প্রকৃত সুখ।।

কেটে যাবে আমার জীবনের যত আছে যন্ত্রণার রুপ।

সে দিন আমি হয়ে উঠবো এক ভালবাসার ও শান্তিকামী মানুষের স্বরূপ।।

Back To Top