বইপোকা

~গোলাম মহাম্মদ

বইপোকা,
বহুকাল আগে গঙ্গার তীরে
ঐ অশ্বথ্ব গাছটিকে ঘিরে
নির্মল বাতাসের নীড়ে
আমেজময় মিত্রদের ভীড়ে
মাতিয়া উঠেছিলাম বহুরুপি বইয়ের গন্ধে ৷

দুর হতে দেখা যায় ক্লান্ত বাতাস
বাড়িছে ক্রমে নির্মলের উর্ধশ্বাস
গঞ্জনা মিশ্রিত নদীর জলচ্ছাস
যেন চন্দ্র লোকের কলঙ্কময় ছন্দে ৷

জঞ্জাল ভারে পান্ত
ভাবিয়া হইনু ক্লান্ত
মনকে করিয়া শান্ত
ফিরিয়া আইনু ঘরে ৷

রাত্রির কালছাই
লাগিল পেঁচার গায়
ঘুমাতে দিলনা মোরে

সকালে উঠিয়া একি !
চক্ষু ফাড়িয়া দেখি
দুইটি পাখির লাশ !

টাওয়ারের তরঙ্গে
কোমল তনুর সঙ্গে
করেছে সর্বনাশ !

বইপোকা,তুমি কি এতই বোকা বইপড়ে ধ্বংস করছ প্রকৃতিকে ?
বইপড়ে বানায়েছ মিথ্যা একটা জগৎ
হেথা না আছে ছন্দ না আছে জীবনের গন্ধ
এতো যান্ত্রিক!
যান্ত্রিকতাই এতো প্রিয় তোমার হে পাঠ্য প্রিয় তান্ত্রিক ?
কেড়ে নিলে লক্ষ পাখির মুখের হাসি ?

বইপোকা, বইপড়ো সমাজের অর্থে
সুন্দর প্রকৃতি গড়ে তোলার স্বার্থে ৷
যাহা আছে কল্যানকর তাহা পুঁথিবদ্ধ না রেখে ছড়িয়ে দাও বিশ্ব মায়ের আঁচলে ৷

বইপোকা, তুমি উইপোকা হয়েযেওনা
সমাজকে ভক্ষন না করে উত্তলন করো
এটাই হবে তোমার বইপড়ার স্বার্থকতা ৷

Back To Top