NRC বিষয়ক সভায় আসছেন SDPI এর সভাপতি এম কে ফাইজি

দিনকাল ডেস্কঃ NRC এখন একটি জলন্ত সমস্যা। শুধু আসাম নয়, সারা ভারতের সমস্যা আর তাই NRC সভা করতে চলেছে সোশ্যাল ডেমোক্রাটিক পার্টি অফ ইন্ডিয়া নামে একটি রাজনৈতিক দল।

এই সভাতে পার্টির নেতৃবৃন্দ ছাড়াও অংশগ্রহন করবেন সুকৃতি রঞ্জন বিশ্বাস, বন্দী মুক্তি কমিটির সম্পাদক ছোটন দাস, ১৯মে পত্রিকার সম্পাদক শান্তনু গঙ্গারিডি, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক মিনারুল শেখ।

পার্টির নেতাদের মধ্যে সর্বভারতীয় সভাপতি এম কে ফাইজি, সর্বভারতীয় সহসভাপতি অ্যাডভোকেট শারফুরদ্দিন আহমেদ, পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তায়েদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সভাতে NRC এর সবদিক নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, তিনি বলেন ৪১ লাখ লোক কে ঘরছাড়া করে দেওয়া কোন সরকারের কাজ নয়, এটা রাজনৈতিক ভাবে ব্যবহার করছে একটি রাজনৈতিক দল। NRC এর নামে বাঙালীকে দেশ ছাড়া করার পরিকল্পনা করেছে বিজেপি। তাই আমাদের উচিত এর বিরোধীতা করা। আমাদের এই সভার লক্ষ্য হচ্ছে মানুষকে NRC নিয়ে সচেতন করা। তাই সমস্ত বাঙালীকে এই সভায় অংশগ্রহন করার আবেদন জানান। 

এই সভা অনুষ্ঠিত হবে মৌলালি যুব কেন্দ্রে, বিকাল ৩ টা থেকে, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার।

Back To Top