‘পরকীয়া’ আর অপরাধ নয়, রায় সুপ্রিম কোর্টর

৪৯৭ ধারা অসাংবিধানিক, জানিয়ে দিল ভারতের শীর্ষ আদালত । এই ধারা অনুযায়ী ‘পরকীয়া’ আইনত অপরাধ বলে গন্য হত । বৃহস্পতিবার ৮৯৭ ধারা সংক্রান্ত মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরকীয়াকে অসাংবিধানিক বলা হলে তা ভারতীয় সংবিধানে নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা ও গোপনীয়তার অধিকারকে খর্ব করা হয় । তাছাড়া পুরুষ-মহিলাদের সমতাকেও আঘাত করে এই আইন । সেই কারণেই ব্রিটিশ আমলে তৈরি এই ‘পরকিয়া’ আইনকে খারিচ করল শীর্ষ আদালত । এদিন আদালতের ৫ সদস্যের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে ।

১৫৭ বছরের পুরনো এই আইন অনুযায়ী, কোন পুরুষ যদি কোন বিবাহিত মহিলার সঙ্গে তার স্বামীর অনুমতি ছাড়া পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে তা আইনত অপরাধ বলে গন্য হবে ও যথাযথ শাস্তি দেওয়া হয় । সেক্ষেত্রে পরকীয়ায় লিপ্ত পুরুষের ৫ বছরের কারাদণ্ডের বিধান ছিল । বৃহস্পতিবার রায়দানের সময় সুপ্রিম কোর্টের বিচারপতি জানান, এই আইনের মাধ্যমে স্ত্রীকে স্বামীর সম্পত্তি বলে মনে করা হত । কিন্তু স্ত্রী কখনই স্বামীর সম্পত্তি হতে পারে না । স্ত্রীর সম্পূর্ণ ব্যক্তি-স্বাধীনতা রয়েছে । পাশাপাশি, পরকীয়া একান্ত ব্যক্তিগত বিষয়, তা অপরাধ হতে পারে না বলে জানাল শীর্ষ আদালত ।

Source: Newshunt

Back To Top