মোদী শাসন পরিকল্পিতভাবে গণতন্ত্রকে দুর্বল করছেঃ মনমোহন সিং

দিনকাল ডেস্কঃ গত বুধবার একটি সম্মেলনে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, মোদীর নেতৃত্বে বর্তমান এনডিএ সরকার ভারতের গণতন্ত্রকে “যত্ন সহকারে, অতি সুক্ষ চিন্তা ভাবনের মধ্যে দিয়ে দুর্বল করছে।

তিনি আরও উল্লেখ করেন, ভারতবাসী সাক্ষী হয়েছে কিভাবে সিবিআই, পার্লামেন্ট এর মর্যাদা কিভাবে ক্ষুণ্ণ হয়েছে, কিভাবে এইসব থেকে সাধারণ মানুষের আস্থা উঠে যেতে বসেছে।

তিনি বলেন, ডিমাইটাইজেশন ছিল বৈধ এবং সুনিয়ন্ত্রিত লুঠ। এর মধ্য দিয়ে ভারতের অর্থনীতির মেরুদন্ড ভেঙে গেছে। তিনি আরও যোগ করেন, যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে ইতিহাস কোনদিনও এই প্রজন্মকে মাফ করবে না।

 

Back To Top