কেজরিওয়ালের উপরে আক্রমণের ব্যাপারে বিজেপি নেতৃত্ব আগে থেকেই জানতঃ মণীশ সিসোদিয়া

গতকাল দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপরে লংকাগুড়ো ছুড়ে মারে অনিল কুমার শর্মা নামে এক ব্যক্তি। তার ফেসবুক অনুযায়ী সে বিজেপির কর্মী। এবার তা নিয়েও দিল্লীর উপ মুখমন্ত্রী মণীশ সিসোদিয়ে তার ক্ষোভ উগরে দিলেন। তিনি বলেন, বিজেপি আপ (আম আদমি পার্টি) কে রুখতে ব্যর্থ তাই এইভাবে তারা আপ কে রুখতে চাইছে। তিনি আরও অভিযোগ করেন যে বিজেপি নেতৃত্ব আগে থেকেই জানত এ আক্রমণের ব্যাপারে।

স্বরাস্ত্র মন্ত্রী রাজনাথ সিং অরবিন্দ কেজরিওয়াল কে ফোন করে কেস ফাইল করতে বলেন। কিভাবে একজন স্বরাষ্ট্র মন্ত্রী একজন মুখমন্ত্রীকে এমন কথা বলতে পারেন বলেও আক্রমণ করেন মণীশ সিসোদিয়া।

এ নিয়ে পুলিশের সাফাই দেওয়া নিয়েও রাগান্বিত হন তিনি, পুলিশ বলেছে তারা যাচাই করে দেখবে যে এটা আসলে ইচ্ছাকৃত আক্রমণ ছিল না অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে। পুলিশের এই মনোভাব প্রমাণ করে যে তারা আক্রমণকারীকে বাচাতে চাইছে। উল্লেখ্য, দিল্লীর পুলিশ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রনে আছে।

উল্লেখ্য, দিল্লী সেক্রেটারিয়েটের সামনে এক ব্যক্তি দিল্লীর মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপরে আক্রমণ করে।

 

 

Back To Top