বগি থেকে আলাদা হয়ে এগিয়ে গেল ইঞ্জিন, আতঙ্ক আলিপুরদুয়ারে

দিনকাল ডেস্কঃ আবার ট্রেন দুর্ঘটনা, এবার চলন্ত অবস্থায় অন্যান্য বগির থেকে আলাদা হয়ে এক কিলোমিটার এগিয়ে গেল ইঞ্জিন। ঘটনা বীরপাড়া ব্লকের রাঙ্গালিবাজনা ও মাদারিহাটের মধ্যবর্তী রাঙালিবাজনা লেভেল ক্রসিংয়ে।

আজ সকাল ন’টা নাগাদ বেঙ্গালুরু-তিনসুকিয়া এক্সপ্রেস ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে যাচ্ছিল। সে সময় রাঙালিবাজনা লেভেল ক্রসিংয়ের কাছে অন্যান্য বগির থেকে আলাদা হয়ে যায় ইঞ্জিনটি। এভাবেই প্রায় এক কিলোমিটার যায় ইঞ্জিনটি। বরাতজোরে বড় দুর্ঘটনার  হাত থেকে রক্ষা পান যাত্রীরা। বিষয়টি জানাজানি হতেই ট্রেন চালক ও গার্ডকে ঘেরাও করে বিক্ষোভ দেখান যাত্রীরা। প্রাথমিকভাবে ট্রেন চালক জানান, কাপলিং ঠিকভাবে না লাগানোয় অন্যান্য বগি থেকে আলাদা হয়ে যায় ইঞ্জিনটি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে আসেন আলিপুরদুয়ার জংশন লোকোশেডের কর্মী, ইঞ্জিনিয়র ও আধিকারিকরা। তাঁরা প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় ট্রেনটিকে জংশনে নিয়ে আসেন।

Back To Top