পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বন্দী পাকিস্তানী আসামীদের স্থানান্তরিত করে বিশেষ জায়গায় রাখার ব্যবস্থা

দিনকাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বন্দী পাকিস্তানী আসামীদের স্থানান্তরিত করে একটি বিশেষ আলাদা জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছে। কেননা ১৪ ফেব্রুয়ারীর পুলওয়ামা ঘটনার পর রাজস্থানের জয়পুরে  একটি জেলে বন্দি পাকিস্তানী কয়েদীকে হত্যা করেছে। এই রকম ঘটনা আর যাতে না দেখতে হয় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জেল কর্মকর্তা। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা অবশ্যই খুবই নিন্দাজনক ঘটনা। ভারতের বিভিন্ন জায়গায় এই নিয়ে কাশ্মীরের অসহায় লোকদের ও ছাত্র-ছাত্রীদের উপর হামলা হয়েছে পশ্চিমবঙ্গেও এই রকম ঘটনা দেখা গিয়েছে। নদীয়ার এক সাল ব্যবসায়ীর উপর হামলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ পুলিশ প্রায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে। তাই এই রকম ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।

Back To Top