রাফালে ডিলের জন্য ভারতই রিলায়েন্স এর নাম প্রস্তাব করেছেঃ ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট

রাফালে যুদ্ধ বিমান নিয়ে যখন সারা ভারত উত্তপ্ত তখন সেই আগুনে ঘি আবার ঘি ঢাললেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঙ্কোস হলান্ডে।  তিনি একটি সাক্ষাতকারে বলেন যে ডিলের ব্যাপারে ভারত নিজে থেকেই রিলায়েন্স ডিফেন্স এর নাম প্রস্তাব করে।

ভারত সরকার দাবী করে আসছে যে ফ্রান্সের বিমান নির্মাতা ড্যাসাল্ট এর রিলায়েন্স এর সঙ্গে কাজ করা নিয়ে সরকারের কোন ভূমিকা নেই। কিন্তু সেই দাবীতে মূলত জল ঢেলে দিল ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট।

বিরোধীরা  এই ডিল নিয়ে আগে থেকেই এর বিরোধীতা করে আসছে কারণ যে ডিলে কংগ্রেস সরকারের আমলে যুদ্ধ জাহাজ প্রতি ৫০০ কোটি টাকা করে দাম ছিল সেই ডিল বিজেপি আসার পড়ে ১৬০০ কোটি টাকা প্রতি করে।

বিরোধীদের দাবী, বিজেপি সরকার ইচ্ছাকৃত অনিল অম্বানির সংস্থা কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য  এই ডিল নতুন করে করেছে।

উল্লেখ্য, এই ৫৫ হাজার কোটি টাকার ডিলে ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬ টি রাফালে যুদ্ধ জাহাজ কিনবে।

 

Back To Top