মাদ্রাসা নিয়ে আবারো বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

বিজেপি নেতাদের আলাপটকা মন্তব্য বন্ধ হওয়ার নয়। আবারো বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার।

বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব বলেন এনআরসির জন্যই দ্বিতীয় কাশ্মীর হিসেবে পরিণত হবে আসাম। তিনি বলেন, এনআরসি অসমীয়া জাতীকে সংখ্যালঘু হিসেবে পরিনত করবে। আর এক্ষেত্রে এনআরসির রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলাকে কাঠগড়ায় তুলে তার কাজকর্ম নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিধায়ক শিলাদিত্য।অসমীয়া জাতিকে নিয়ে হাজেলা ছেলেখেলা করছেন বলে অভিযোগ উত্থাপন করে এক্ষেত্রে জোরদার তদন্তের দাবি জানান। তিনি বলেন, হাজেলার কাজকর্ম নিয়ে অনেক সন্দেহ রয়েছে। হাজেলা কিসের এজেন্ডা নিয়ে কাজ করছেন, কার শ্রুতিলিপিতে কাজ করছেন তার তদন্ত হওয়া দরকার বলে অভিমত ব্যক্ত করেন।

ইসলামিক সন্ত্রাসবাদ সম্পর্কে তার বক্তব্য, মাদ্রাসাগুলি বন্ধ করে দিলে বহু সমস্যার সমাধান হবে। মাদ্রাসা থেকে জিহাদের উৎপত্তি হচ্ছে , ‘ আমরা উদার মানসিকতার লোক, তাই আমাদের রাজ্যে বহু সংখ্যক মাদ্রাসা। এক্ষেত্রে জিহাদী বের হবেই। জেহাদী উৎপাদন করার কারখানা থেকে জিহাদি বের না হয়ে কি বের হবে?’

বিজেপি বিধায়ক গত কয়েকদিন থেকে রাজ্য কাঁপানো সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদীন গোষ্ঠীর রাজ্যে তৎপরতা বৃদ্ধির পিছনে মাদ্রাসাকে দায়ী করেন। তার মতে, মাদ্রাসায় প্রতিনিয়ত জন্ম নিচ্ছে জেহাদী। আর এর ফলে দ্বিতীয় কাশ্মীর রূপান্তরিত হবে আসাম।

 

Back To Top