সোস্যাল ইনফরমেশন সেন্টার এর উদ্যোগে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতা ও আলোচনা সভা

২৮ শে নভেম্বর, খেজুরিয়া ঘাট, মালদা;  “ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার, গনতন্ত্র ও তার বাস্তব স্বরূপ” বিষয়ে সোস্যাল ইনফরমেশন সেন্টার এর উদ্যোগে পুরাতন ১৮ বাজারে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতা ও আলোচনা সভা।
প্রত‍্যন্ত ও গ্রামীণ এলাকার বহুমুখী প্রতিভা তুলে নিয়ে আসা ও তথ্য সরবরাহের উদ্দেশ্যে ক্রিসেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট এর পৃষ্ঠপোষকতায় গঠিত হয় সোস্যাল ইনফরমেশন সেন্টার। এদিনের আলোচনা সভা তাদের নিয়মিত কর্মসূচির অংশ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য শিক্ষাবিদ তথা কালিয়াচক কলেজের অধ্যক্ষ মাননীয় ড: নাজিবুর রহমান। তিনি সোস্যাল ইনফরমেশন সেন্টার এর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন ‘ অধিকার আদায় করতে হলে আগে অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং তার যোগ্য হয়ে উঠতে হবে।’


তুষার কোণার সংবিধানের ১৪ থেকে ৩৪ ধারা প্রতিটি বিষয় ধরে আলোচনা করেন। অভিজিৎ রায় গণতন্ত্র নিয়ে বিশদ আলোচনা করেন। পরিশেষে রিজওয়ানুল ইসলাম আজকের দিনে সংবিধানের প্রয়োগ ও তার বাস্তব পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন “সারা দেশে আজ অঘোষিত জরুরি অবস্থা চলছে। আজকের দিনে সমাজ কর্মীদের গ্রেফতার করা হচ্ছে অথচ গৌরী লঙ্কেশ, দাভলকার, কালবুর্গীদের হত‍্যাকারিদে বিচারের মুখোমুখি করতে বিলম্ব করা হচ্ছে। “

এদিনের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী মাননীয় সফিকুল ইসলাম, আইআইটি হায়দ্রাবাদ এর প্রাক্তনী রিজওয়ানুল ইসলাম সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে পাঁচ জন প্রবন্ধ প্রতিযোগীকে বিশেষ ভাবে সম্বর্ধীত করা হয়।

Back To Top