বাবরী মসজিদ পুনঃপ্রতিষ্ঠার দাবী দিল্লীর রাজপথে SDPI


বাবরি মসজিদ পুনঃনির্মানের দাবিতে সোচ্চার হলো এসডিপিআই। আগামী ৬ ডিসেম্বর দিল্লিতে এসডিপিআই এর পক্ষ থেকে দিল্লিতে এক মহা মিছিলের ডাক দেওয়া হযেছে। সোমবার এক প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে একথা জানান এসডিপিআই এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বাবরি মসজিদ ধংসের ২৬ বছর পূর্ণ হবে। এই নিয়ে দেশজুড়ে শুরু হযেছে রাজনৈতিক বিতর্ক। ২৫ নভেম্বর সুপ্রিম কোর্টকে অমান্য করে রাম মন্দিরের দাবিতে হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে অযোধ্যায় সভা ডাকা হয়। যদিও সে সভায় উপস্থিতি ছিল নগন্য ।
৬ ডিসেম্বর ভারতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনটিকে কালো দিবস হিসাবে পালন করা হয়। এই দিন ভারতবর্ষের প্রাচীন ঐতিহাসিক বাবরি মসজিদকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন দ্বারা ধংস করা হয়।  হিন্দুত্ববাদীদের দাবি এখানে নাকি রাম জন্মগ্রহণ করেছিল এটা রাম। এই দিনের সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টকে অমান্য করে যেভাবে রাম মন্দির নির্মাণের জন্য অযোধ্যায় হিন্দুত্ববাদীরা সমাবেশ করছে তার তীব্র নিন্দা জানান।


এসডিপিআই নেতা ডক্টর তাসলিম রাহমানি বলেন ওরা যদি মন্দির নির্মাণের দাবিতে অযোধ্যায় ৫ লাখ লোকের জমায়েত করতে পারে তো এসডিপিআই অযোধ্যায় ২৫ লাখ জমায়েতের ক্ষমতা রাখে ।কিন্তু সেটা আমরা করবো না কারণ আমাদের আদালতের উপর আস্থা আছে। রাজস্থানে নির্বাচনী জনসভায় রাম মন্দির ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানান ।আরও জানানো হয় বিজেপি সরকারের ৪ বছরের ব্যার্থতা ঢাকতে রাম মন্দির ইস্যুকে সামনে আনতে চাইছে।নোট বন্দী ,কালো টাকা উদ্ধার ,কৃষক আত্মহত্যা,বেকার যুবকদের চাকরি সহ একাধিক ব্যার্থতা নিয়ে তীব্র সমালোচনা করা হয় ।
এইদিনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসডিপিআই এর জাতীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ শাফী ,আব্দুল মাজিদ ,ডক্টর তাসলিম রাহমানি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ।

Back To Top