বায়ুদূষণ বাড়ছে কলকাতায়

দিনকাল দেস্কঃ বায়ুদূষণের পরিমাণ বাড়ছে এবার ভারতের অন্যতম শহর কলকাতাতেও। এমনটাই দাবী জাতীয় পরিবেশ আদালতের। শহরের বাতাসে দূষণের পরিমাণ বেড়েই চলেছে দিন দিন তা নিয়ন্ত্রনে রাজ্য সরকার ব্যর্থ। এর জন্য আদালতের পক্ষ থেকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে এবং এবিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে তা মানা না হলে প্রতিমাসে  রাজ্য সরকারকে ১ কোটি টাকা জরিমানা দিতে হবে বলে হুশিয়ারি জানিয়ে দিয়েছে জাতীয় পরিবেশ আদালত। কিছু দিন আগে শোনা গিয়েছিল দিল্লীতে বাতাসে বায়ু দূষণের মাত্রা এমন ভাবে বেড়ে চলেছে, তা জানিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, ‘বায়ু দূষণের কারণে আমি প্রাত ভ্রমনে যেতে পারিনা’। এই ভাবে বায়ু দূষণের পরিমাণ বাড়তে থাকলে ভারতের বড় বড় শহর গুলিতে বাস করা মানুষের পক্ষে অসম্ভব হয়ে যাবে। এখন থেকে যদি রাজ্য ও কেন্দ্র সরকার দ্রুত পদক্ষেপ না নেই তাহলে একদিন এমন পরিস্থিতির সম্মূখীন হতে হবে যা নিয়ন্ত্রন করা সম্ভব হবে না।   প্রতিদিন বিশ্বের উষ্ণতার পরিমাণ বেড়ে চলেছে এই বায়ু দূষণের কারণে, তাই এই বিষয়ে সরকার সতর্ক হলেই হবে না, তার সঙ্গে জনসাধারণকেও সজাগ হতে হবে বায়ুদূষণ নিয়ন্ত্রনে।

 

[button-red url=”https://bit.ly/2r6lhMs” target=”” position=”left”]কালো টাকার তথ্য জানাতে নির্বাক মোদী[/button-red]

Back To Top