কবিতাঃ করোনা

সা বি র-উ ল্লা হ

আর যখন যাও না রে ভাই সপ্তসাগর পার,
করোনাতে বাড়ির বাইরে যেও না খবরদার!
সর্বনেশে ভাইরাস সে ভাই যেও না তার কাছে-
স্পর্শে তোমার এলে রে ভাই মরতে হবে শেষে।
কোথায় বাড়ি কেউ জানে না, কোন্ সড়কের মোড়ে,
মানুষের জমায়েত দেখলেই সে হামলে এসে প’ড়ে!
বিদঘুটে তার জিনের প্রকৃতি, না জানি কোন দেশী,
আক্রমণ করলে ভয়ের চেয়ে মৃত্যু ভাবায় বেশি।
না আছে তার মুন্ডু মাথা না বুঝবে তার মানে,
তবুও তোমায় মরতে হবে, তাকিয়ে ধরার পানে।
কেবল যদি একা তোমার ক্ষতি হয় শুধু,
তাও না হয় ম’রে শান্তি পাবে এতটুকু।
কেবল বলবে, “হায় হায় হায় কি করলাম পিসি-
আমার সাথে নিলাম আমি বাড়ির সব সদিস্যি।
বাড়ির বাইরে যাওয়া আমার হয়নি একদম ঠিক,
বাড়িতে সময় কাটালে বোধহয় করতাম কাজটি সঠিক।“
অষ্ট প্রহর পুলিশ মোদের বাঁচাতে করছেন ডিউটি,
বাড়ি ছেড়ে, দেশ বাঁচিয়ে পাচ্ছেন তাঁরা সন্তুষ্টি।
এই না বলে ডাক্তার আর নার্স করছেন মোদের সেবা,
ভুলবো না মোরা তাঁদের এই ত্যাগ মনে রাখব সদা।
বাড়ি থাকব সুস্থ থাকব করছি মোরা অঙ্গীকার,
যতদিন না করোনা মুক্ত হচ্ছে বিশ্ব, নেইকো মোদের নিস্তার।

Back To Top