পাঁচশো জন অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দিলেন কবি আরফিনা

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফ এলাকায় লকডাউনের ফলে আটকে থাকা কয়েক হাজার শ্রমিক, পরিবারসহ অভুক্ত অবস্থায় চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছিল, যাদের মধ্যে বৃদ্ধ-বৃদ্ধা, মহিলা এবং শিশুরাও রয়েছে। চরম এই দুর্দিনে এদের পাশে এসে দাঁড়ালেন কবি আরফিনা। প্রায় পাঁচশো জন মানুষের মুখে খাবার তুলে দিলেন তিনি সেইসঙ্গে এই এলাকার মানুষদের জন্য কুড়ি লিটার হ্যান্ড ওয়াস বিতরণ করলেন আরফিনা ও লিটন রাকিব। লিটন রাকিব ও আরফিনা দুই ভাইবোন এবং দুজনেই কবি। দীর্ঘ পঁচিশ দিনর লকডাউনের কবলে দিন-আনা দিন -খাওয়া মানুষগুলো চরম খাদ্যসংকটে ঢুঁকছিল। এই সংকটাপন্ন সময়েও তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য অসহায় মানুষগুলো ভীষণ খুশি ও কৃতজ্ঞ। এদিন লিটন রাকিব বলেন- ‘এই বিপন্ন সময়ে, শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এবং সংস্থার কাছে আমাদের আন্তরিক আবেদন,ওইসব ক্ষুধার্ত অসহায় মানুষের পাশে যথাসাধ্য সাহায্য নিয়ে দাঁড়ানোর জন্য, যাতে করে এই করোনা আক্রান্ত সময়েও অন্তত মানুষগুলির কেউ অনাহারে মারা না যায়।

এছাড়াও শতাধিক মানুষদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চন্দ্রদ্বীপা সেনশর্মা, সঞ্জু বেরা, হাসিবুর রহমান, দেবেশ সেন শর্মা প্রমুখ।

Back To Top