চল একবার এক হই মিলে

#কবিতা

চল একবার এক হই মিলে

মুদাসসের সেখ

 

শীত তার পাখা মেলেছে,
কেউ নেয় চিলেকোঠার পিছে,
কুয়াশাময় সকালে,
ভয় নেয়, সবাই ঘুমিয়ে।
চল একবার এক হই মিলে।

প্রেমের ঋতু এসেছে,
ফিরে আয় তুই সবকিছু ছেড়ে।
প্রজাপতি হয়ে, ভ্রমর হয়ে,
বা একটি শিশিরকণা হয়ে,
ঝরে পড় তুই আমার উপরে।
চল একবার এক হই মিলে।

অনেক হয়েছে বিশ্রাম, মহাশুন্যের শুন্য থেকে,
ঝরে পড় তুই বরফ হয়ে।
বন্দুকের মধ্যে বন্দি না থেকে,
বেরিয়ে আয় তুই ঝড়ের বেগে।
চল একবার এক হই মিলে।

আজ কবিতার মৌসম এসেছে।
ফিরে আয় তুই ছন্দ হয়ে।
বেহুলার মতো ঘুঙূর পরে,
নাচ তুই আমার কলমের উপরে।
আর চল গল্পে একবার এক হই মিলে।

Back To Top