কবিতাঃ লিখবো মনে আসে যা খুশি

লিখবো মনে আসে যা খুশি

~রানু সরকার

অরুন্ধতী তোমার শরীরের গঠন পাতলা রাঙা টুক টুক!
সোনার মত ঝলমলে করে তোমার মুখ,

প্রিয় তুমি দেবে আমায় একটা খাতা?
আমি লিখবো কবিতা ও মনে আসে যা খুশি তা।
অরুন্ধতী তোমায় আমি বলছি তুমি যে রূপের তরী,
অরুন্ধতী তোমার তরী নিয়ে চলছো, আমি হাহাকারে মরি।

তুমি যে পথ দিয়ে আসা যাওয়া করো সে পথের লোকের বুকে!
ঢেউ উঠে এধার-ওধার ভেবে ভেবে থাকে সুখে,

রূপের ডালি সাজিয়ে চলেছো শাড়ির ভাঁজে ভাঁজে।
অরুন্ধতী তুমি কুসুমের মত কত রঙে সাজে,

অরুন্ধতী দারাও একটু খানি?দেখবো তোমার মুখের হাসি,
খানিক দাড় করিয়ে রাখি,দিয়ে কথার ফাঁসি।

চলছো পথে ছড়িয়ে নানা রঙের ফুল,
কিছুটা কুড়িয়ে নিয়ে ভাষার ভুল।

Back To Top