শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐতিহাসিক জয় বাংলাদেশের

এশিয়া কাপে প্রথম ম্যাচ। সেরকম কোন ধামাকাদার শুরু হয়নি। কিন্তু বাংলাদেশ প্রমাণিত করল তারা বিশ্ব মাপের একটি টিম, শ্রীলঙ্কার বিরুদ্ধে দর্শনীয় জয়ের মাধ্যমে। খেলার শুরুর দিকে বাংলাদেশ তেমন ভাল না করতে পারলেও মুশফিকুর রহিম এর বিধ্বংসী ব্যাটিঙে বাংলাদেশ ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৬১ রান তোলে। জবাবে শ্রীলঙ্কা ৩৫.২ ওভারে মাত্র ১২৪ রান করে সবাই সাজ ঘরে ফিরে যায়। বাংলাদেশের মুশফিকুর রহিম ৩ নম্বরে নেমে যেভাবে ধৈর্যের সঙ্গে খেলে বাংলাদেশের রানের সঙ্গে ১৫০ বল খেলে ১৪৪ রান যোগ করলেন তা সত্যিই অসাধারণ। মোহাম্মদ মিঠুনও ভাল খেলেছেন, মাত্র ৬৮ বল খেলে ৬৩ রান করেন তিনি। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা সবথেকে ভাল বল করেন। তিনি ১০ ওভার বল করে ২৩ রান দিয়ে ৪ টি উইকেট হাসিল করেন। তাছাড়া ধনঞ্জয় ডি সিলভাও ২ টি উইকেট গ্রহণ করে। বাংলাদেশের মাসরাফি মূর্তোজা, মুস্তাফিজুর রাহমান ও মেহদী হাসান ২ টি করে উইকেট পান।

 ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় মুশফিকুর রহিম।

মুহাম্মাদ কাইফ টুইটারে লিখেছেন ‘বিস্ময়কর জয় বাংলাদেশের, সম্পূর্ণ পরাজিত শ্রীলঙ্কা। মুশফিকুর রহিম এর অসাধারণ ইনিংস বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ’।

হর্ষ ভোগলে টুইটারে বলেছেন “এটা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না ক্যাচ মিস দেখে”।

Back To Top