আজ এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে পাকিস্থান এবং হংকং

আজ এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে পাকিস্থান এবং হংকং, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এ।

হংকং এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত কে হারিয়ে তার জায়গা করে নিয়েছে। হংকং এর দুটো ম্যাচ খেলেছে পাকিস্থানের সঙ্গে। দুটোয় ছিল এশিয়া কাপে। প্রথম খেলাটি হয়েছিল ২০০৪ এ, সেখানে পাকিস্থান ১৭৩ রানে জেতে, এবং দ্বিতীয়টি ২০০৮ এ, এটিতে ১৫৫ রানে জেতে পাকিস্থান। এই হিসাব অনুযায়ী পাকিস্থান এগিয়ে আছে সমীক্ষার দিক দিয়ে। তবে দেখা যাক কতটা ভাল করতে পাকিস্থান। সময় বদলেছে, মানুষ বদলেছে খেলাও অনেক বদলেছে, এই বদলের মধ্যদিয়ে কে কতটা নিজেকে টিকিয়ে রেখেছে সেটাই দেখার বিষয়।

 

হংকং;  নিযাকাত খান, আনশুমান রাথ (অধি), বাবর হায়াত, কিনচিত শাহ, ক্রিস্টোফার কার্টের, এহসান খান, স্কট ম্যাকেচনি, তানবির আফজাল, এহসান নওয়াজ, নাদিম আহাম্মেদ, ক্যামেরন ম্যাক আউলসান, আরশাদ মোহাম্মাদ, রাগ কাপুর, তানবির আহামেদ ওয়াকাস খান, আফতাব হোসেন।

পাকিস্থানঃ ফাখার জামান, ইমাম-উল-হক, বাবর আজম, সয়েব মালিক, সারফারাজ আহাম্মেদ (অধি), আসিফ আলি, শাদাব খান, ফাহীম আশরাফ, হাসান আলি, মহাম্মদ আমির, উসমান খান, শান মাসুদ, হারিস সোহেল, মোহাম্মাদ নাওয়াজ, জুনাইদ খান, শাহীদ আফ্রিদি

 

Back To Top