দলিত পার্টি BBM এর সাথে জোট করছে AIMIM

দিনকাল ডেস্কঃ অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন ও  ভারিপা বহুজন মহাসঙ্ঘ ২০১৯ নির্বাচনে একসাথে লড়বে বলে দুই দলের নেতা জানিয়েছে। মিম এর প্রধান আসাদউদ্দিন আউয়েসি পিটিআই  কে জানিয়েছেন জোটের প্রাথমিক কথাবার্তা সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত সবকিছুই ইতিবাচক।

তিনি আরো জানান BBM এর সভাপতি প্রকাশ আম্বেদকর আগামী ২ অক্টোবর ঔরঙ্গাবাদে একটি মিছিল করবেন সেখানে তিনিও উপস্থিত থাকবেন।

ঔরঙ্গাবাদের মিম বিধায়ক ইমতিয়াজ জলিল জানিয়েছেন যে গত ৭০ বছর ধরে দলিত মুসলিমদের কোন প্রতিনিধি নেই, তারা সারাজীবন অত্যাচারের স্বীকার হয়ে এসেছে। শুধুমাত্র ভোটব্যাংকের কাজ করেছে।

তিনি আরো যোগ করেন, এটা অত্যান্ত লজ্জার বিষয় যে তথাকথিত সেকুলার রাজনৈতিক দলগুলোর মহারাষ্ট্রে একটিও দলিত বা মুসলিম প্রতিনিধি নেই।

সবাই ভোট চাই, কিন্তু কেউ অধিকার দিতে চাই না। মুসলমান ও দলিতদের ক্ষেত্রে বিষয় একই হয়ে দাড়িয়েছে।

Back To Top