কলকাতায় বাংলাদেশী বই মেলা শুরু হচ্ছে আগামী ২ নভেম্বর থেকে

দিনকাল ডেস্কঃ আগামী ২ নভেম্বর থেকে রবীন্দ্র সদন চত্বরে শুরু হচ্ছে বইমেলা। এই মেলায় বাংলাদেশ থেকে প্রায় ৬০ টি প্রকাশনা সংস্থা তাদের পুস্তক সম্ভার নিয়ে আসছে।

এই মেলাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বইপ্রেমীরা ভিড় জমাবেন বলে এই বইমেলার উদ্যোক্তা ‘বাংলাদেশ ডেপুটি হাই কমিশন’ আধিকারিকের বিশ্বাস।

এই বই মেলাতে বাংলাদেশের লেখক ছাড়াও বই পাওয়া যাবে ভারতীয় লেখকেরও। যে বই বাংলাদেশ থেকে প্রকাশ হয়েছে।

শিখা প্রকাশনী থেকে প্রকাশ পাচ্ছে এবাংলার বিশিষ্ট প্রাবন্ধিক এবং সাংবাদিক মোহাম্মদ সাদউদ্দিন এর গবেষণা ধর্মী একটি বই ‘দুই বঙ্গের স্মরণীয় মুসলমান’।

রবীন্দ্রসদনের পশ্চিমদিকে ‘মোহরকুঞ্জ’ এই বইমেলার আয়োজন করা হয়েছে বলে বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়েছে।

এই বইমেলা শুরু হবে ২ নভেম্বর এবং চলবে ১১ নভেম্বর পর্যন্ত।

44986444_336625787101899_1939069745781276672_n

Back To Top