চতুর্থ ম্যাচে জয় ভারতের ক্যারাবিয়ান দের বিরুদ্ধে…

Image result for 4th match vs west indies

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ী হলেও পরের দুটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত পারফর্ম করায় একটি টায় ও অন্যটিতে ৪৩ রানে জয়ী হয়। এর ফলে ভারতীয় দল অনেকটায় চাপে পড়ে যায়। কিন্তু তারপরেও চতুর্থ ম্যাচে রোহিত শর্মা এবং আম্বাতি রায়ডু-এর অনবদ্য ইনিংস ভারতকে ২২৪ রানে জয়ী করে তোলে। বল হাতে বোলারদের অবদানও অনস্বীকার্য। খলিল আহামেদ মাত্র ৫ ওভার বল করে ১৩ রান দিয়ে ৩ টি উইকেট গ্রহণ করে। কুলদিপ যাদবও ৩ টি উইকেট গ্রহণ করে। সঙ্গে ফিল্ডিংয়েও বাজিমাত করল ভারত। ম্যান অফ দি ম্যাচ হন রোহিত শর্মা। ১৩৭ বল খেলে ১৬২ রান করে। টস জিতে সোমবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি।

তবে সোশ্যাল মিডিয়া ঝড় তুলেছে বিরাট, রোহিত বা রায়ডু নয়। ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধনি। ব্যাট হাতে সফল না হলেও স্ট্যাম্পের পিছুনে দাড়িয়ে নিজেরই রেকর্ডভঙ্গ করলেন মাহি। তিনি স্টাম্পের পিছনে আছেন মানে ভারতীয় শিবিরে একটা আলাদা আত্মবিশ্বাস রয়েছে। তিনি আজও যে সেরা তা আবারও প্রমাণ হল চতুর্থ ওয়ান ডে-তে। তাঁর রিফ্লেক্স যে একই রকমভাবে কথা বলে সেটাও তিনি না চাইতেই দেখিয়ে দিলেন। তবে তাঁকে আসন্ন দুটো টি২০ সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে তাঁর বিকল্প তৈরি করার জন্য। মানুষের চোখের পলক পড়তে সময় লাগে ০.০৩ সেকেন্ড। ০.০৮ সেকেন্ডের রিফ্লেক্সে তিনি সোমবার যে স্টাম্পটি করলেন তা না দেখলে বিশ্বাস করা যাবে না। ২৮তম ওভার। বল করছিলেন রবীন্দ্র জাদেজা। যখন কেমো পল ১৯ রানে ব্যাট করছিলেন। জাদেজার বলে ব্যাট লাগাতে পারেননি কেমো পল। বল তাঁকে কাটিয়ে জমা হয় ধোনির হাতে। বল আগলাতে কেমো খানিকটা এগিয়ে এসেছিলেন। কিন্তু তিনি তার জায়গায় ফেরার আগেই কাজ সেরে ফেলেন ধোনি। জাদেজা বুঝতেই পারেননি ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনির বাঁকা হাসিই জাদেজাকে বুঝিয়ে দেয় তিনি উইকেটটি নিয়ে ফেলেছেন। আর তা নিয়ে আবার মেতে হবে সোশ্যাল মিডিয়া।

View image on Twitter

এই মুহূর্তে পাঁচ ম্যাচের সিরিজ ২-১এ এগিয়ে রয়েছে ভারত। হাতে রয়েছে মাত্র একটি ম্যাচ। সিরিজ জিততে হলে ১ নভেম্বর তিরুবনন্তপুরমে জিততেই হবে ভারতকে।

                                           সংক্ষিপ্ত স্কোরকার্ড

ভারত – ৩৭৭/৫                                                    

রোহিত শর্মা –     ১৬২ রান ১৩৭ বল                           

আম্বাতি রায়ডু – ১০০ রান ৮১ বল

শিখর ধাওয়ান – ৩৮ রান ৪০ বল

ধোনি –                ২৩ রান ১৫ বল 

 

ওয়েস্ট ইন্ডিজ – ১৫৩/১০ (৩৬.২ ওভার)

 জাসন হোল্ডার – ৫৪ রান ৭০ বল (নট আউট)

Back To Top