কবিতাঃ মহম্মদ আজিমের প্রতি 

        মহম্মদ আজিমের প্রতি 

           ~উমর ফারুক

সবুজে আবৃত বিছানায় শুয়ে আছো তুমি,

কাফন আশ্রিত সুন্দর মুখাবয়ব

শুয়ে আছো তুমি অত্যন্ত যতনে….

নিস্পাপ মনে, কি দোষ করেছিলে!?

নরপশুরা ক্ষুব্ধ হয়ে তোমাকে,

স্বর্গ দ্বারে পৌছে দিলো।

রক্তিম গা নিয়ে স্বর্গের দ্বারে পৌছে গেছ তুমি।

গোলাপের শুভ্র সুবাসে

জাগিয়ে  দিলে শত মানবের প্রান

তোমার রক্ত ক্ষরন হয় শতকোটি প্রানে

সু-বিচার পাওনি তুমি,

আসিফা বোনের যোনিতে খুজেছিল ধর্মের পরিচয়

আজ আবার তোমার টুপিতেও খুজছে!

মানুষ রুপে নর পিশাচের বেশে–

তারা তোমাকে খুন করছে।

এ কোন ভারত?

জাতি, ধর্ম, ভাষা ও বর্ণের দোহায় দিয়ে

শত শত প্রান ঝরছে দিবা-নিশিতে,

ধর্ম নিয়ে লড়ায় চলছে দেশজুড়ে

জাতি গোষ্ঠীর নির্লজ্জ আক্রমণ চলছে।

তুমি চেয়েছিলে ফুল হয়ে ফুটতে

সমাজকে দিশা দেখাবে।

গোলাপের সুঘ্রানে মুখরিত করতে

তুমি চেয়েছিলে।

কিন্তু হায়!

তোমার কোমল শরীরে কচি হস্তদ্বয়ের মাঝে

নির্যাতনের স্ট্রিম রুলার চালনা করল যে

মানুষরুপি পশুরা  আজ শান্তিতে ঘুমাচ্ছে!

তুমি হয়ত স্বর্গ থেকে একথায় ভাবছ হেসে

তুমি কি এটা ভেবেছো?

সময় আরও সন্নিকটে

তারাও ক্ষতিগ্রস্ত হবে,

তোমার কোমল অঙ্গে হস্তক্ষেপ?

এর বদলা তারা পাবে..

রক্তিম দেহে তোমার বদলার ছবি ভাসে

ভবিষ্যৎ প্রতিক্ষা করছে….

তোমার কোমল  অঙ্গে আঁচ?

আমার হৃদয় ঝলসে ওঠে।

নরপিশাচরা মানুষ নয়!

মানুষের বেশে তারা ঘুরে বেড়াই..

আর হিংস্রের ন্যায়, অহিংস্রের গায়ে থাবা বসাই..

 

(কবি উমর ফারুক সান্মানিক ইতিহাসে স্নাতকের প্রথম বর্ষের ছাত্র। পড়াশোনার সাথে সাথেই সাহিত্যচর্চাতেও যুক্ত তিনি)  

Back To Top