মনোহর পারিক্করের আরোগ্য চাইলে গোয়াতে বিফ ব্যান করোঃ দাবী স্বামী চক্রপাণির

দিনকাল ডেস্কঃ গোয়ার বিজেপি মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর দীর্ঘদিন অফিসের বাইরে। তিনি অসুস্থ থাকায় শেষ তিনমাস থেকে রাজ্যের কোন কাজই দেখভাল করতে পারছেন না। ফলে তার প্রভাব পড়ছে গোয়া রাজ্যে।

এবার তার সুস্থ হওয়ার জন্য অখিল ভারত হিন্দু মহাসভার নেতা স্বামী চক্রপানি বলেন মনোহর পারিক্করকে সুস্থ হতে চাইলে গোয়াতে গো মাংস নিষিদ্ধ করতে হবে, তবেই সে আরোগ্য লাভ করবে।

উল্লেখ্য, এই বছরের প্রথম দিকে মনোহর পারিক্কর গো মাংস আমদানি তে যদি কেউ বাঁধা দেয় তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছিলেন। গোয়া তে গো মাংসের জনপ্রিয়তা আকাশছোয়া এবং বিজেপির মুখ্যমন্ত্রী নিজেও গো মাংসের সমর্থক।

এই প্রথম নয়, স্বামী চক্রপানি এর আগেও কেরালার বন্যা নিয়ে কুরুচিকর মন্তব্য করে প্রচারের আলোয় আসে। এর আগে সে মন্তব্য করে “কেরালার এই বন্যার কারণ গো মাংস খাওয়ার কারণে হচ্ছে তাই বন্যার্তদের সাহায্য করার আগে তাদের কাছ থেকে যেন মুচলেকা নেওয়া হয় তাঁরা আর কখনও গো মাংস ভক্ষন করবে না। তাঁরা যদি সেটা করতে অস্বীকার করে তাহলে যেন সাহায্য না করা হয়”।

তবে সে যাই বলুক, বিজেপি যে সব জায়গাতে দুমুখো নীতি গ্রহণ করে সে বিষয়ে কোন সন্দেহ নেই। কারণ তারা উত্তর ভারতে বিফ নিয়ে মানুষকে হত্যা করে, আবার দক্ষিন ভারত, পশ্চিম ভারত, উত্তরপূর্ব ভারতে গো মাংসের পক্ষ অবলম্বন করে।

ছবিঃ পিটিআই

Back To Top