আজকের এই দিনে শেষ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ

১৯১৮ সালের ১১ নভেম্বর ১১ টার সময় আনুষ্ঠানিক ভাবে বিরতি হয় প্রথম বিশ্বযুদ্ধের। আজকের তার ১০০ বছর পূর্তি। ১৯১৪ সালে শুরু হওয়া এই প্রাণঘাতী যুদ্ধে হত হয় ১৬ মিলিয়ন বা ১ কোটি ৬০ লাখ লোক। এর মধ্যে ১ কোটি সেনাবাহিনীর লোক এবং ৬০ লাখ নিরীহ মানুষ।

একদিকে মিত্র শক্তি ফ্রান্স, রাশিয়া, ব্রিটিশ, আমেরিকা সহ আরো কয়েকটি দেশ, অপরদিকে অক্ষশক্তি জার্মানি, অস্ট্রিয়া, অটোম্যান সহ অন্যান্য জাতিগোষ্ঠীর লড়াইয়ে সারা বিশ্ব কেপে উঠেছিল দামামার শব্দে এবং যুদ্ধের সাইরেনে। বারুদের গন্ধে ভরে উঠেছিল অলিগলি।

ইতিহাসে রক্তক্ষয়ী যুদ্ধগুলোর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ একটি। এই যুদ্ধে ভারত ব্রিটিশ শাসনামলে থাকায় ইচ্ছে না থাকলেও জড়িয়ে গেছিল।

শতবর্ষ পরেও একটা কথায় মনে আসে আসলেই কি এই যুদ্ধের প্রয়োজন ছিল! যে যুদ্ধ ১ কোটি ৬০ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল, ৩ কোটি ৭০ লাখ মানুষকে আহত করেছিল। কয়েকটি কোটি লোককে ঘরছাড়া হতে হয়েছিল।

আসলেই কি এই যুদ্ধ প্রয়োজন ছিল! আজ যুদ্ধে শেষের ১০০ বছর পরেও প্রশ্নটা ঘুরে ফিরে আসে!

~শুভো

Back To Top