রাজ্য জুড়ে মওলানা আজাদের জন্মদিন পালন

দিনকাল ডেস্কঃ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ও সংগ্রামী মওলানা আবুল কালাম আজাদের ১৩১ তম জন্ম দিন।  রবিবার কলকাতাসহ রাজ্যের সর্বত্র সরকারি-বেসরকারি উদ্যোগে দিনটি পালিত হয়। কলকাতায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষাপরিষদ, বিধানসভা, মুসলিম ইনস্টিটিউট হল, তপসিয়া ফুটবল ফেডারেশান ময়দান, তপসিয়া খালপার, নারকেলডাঙা, প্রদেশ কংগ্রেসভবন, প্রভৃতি জায়গায় দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডে মওলানা আজাদের বাসভবনে দিনটি পালন করে মওলানা আবুল কালাম রিসার্চ ইনস্টিটিউট । প্রতিটি জায়গায় বক্তারা বলেন, দেশে সংঘ পরিবার যে ভাবে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে তাতে মওলানা আবুল কালাম আজাদের আদর্শই একমাত্র পথ। দেশ ভাগের কট্টর বিরোধী এই অমর স্বাধীনতা সংগ্রামীর জীবন আদর্শ নব-প্রজন্মের কাছে বেশী করে জানানো দরকার । পাঠ্যপুস্তকে মওলানা জীবনী যুক্ত করা বাধ্যতামূলক করতে হবে। এদিকে পশ্চিমবঙ্গে মওলানা আজাদের নামে একটি একটি বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গে করার দাবী জানানো হয়।

Back To Top