সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন এর সম্মেলন বসিরহাটে

#খবর

স্বাধীনোত্তর ভারতে মুসলমানরা শুধু ইনসাফ চেয়েছে : কামরুজ্জামান

 

দিনকাল ডেস্কঃ স্বাধীনোত্তর ভারতে 72 বছর ধরে মুসলমানরা শুধু ইনসাফ চেয়ে এসেছে। ক্ষমতা চাই না। তা সত্ত্বেও দেশের মুসলমানরা শিক্ষা ও আর্থসামাজিক ক্ষেত্রে সুবিচার পাইনি। শনিবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন এর বসিরহাট 2 ব্লক সম্মেলনে ফেডারেশনের রাজ্য সম্পাদক মোঃ কামরুজ্জামান এই ভাবেই ক্ষোভ ব্যক্ত করেন। তিনি বলেন পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় থাকুক আমাদের কোন আপত্তি নেই। তবে 30 শতাংশ মুসলমানের জন্য অবশ্যই শিক্ষা ও চাকরিতে সন্তোষজনক আসন দিতে হবে। কামরুজ্জামানের অভিযোগ সরকার মুসলমানদের সুবিধা দেওয়ার জন্য নানা আইন তৈরি করেছে, কিন্তু এই সরকারের আমলারা আইনের ফাঁক দিয়ে মুসলমানদেরকে সব সুবিধা থেকে বঞ্চিত করছে। তিনি আরো বলেন কৃষক পেনশনের ক্ষেত্রেও বৃদ্ধ মুসলমানদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। এক্ষেত্রে অন্যদের সংরক্ষণ দেওয়া হলেও বৃদ্ধ মুসলিম কৃষকদের জন্য কোন কোটা দেওয়া হয়নি।

সম্মেলনের সভাপতি আইনজীবী আব্দুল হান্নান বলেন আমরা ক্ষমতা চাই না, ভাগীদারি চাই। আইনজীবী হান্নান বলেন সংখ্যালঘু যুব ফেডারেশন ইনসাফের জন্য আন্দোলন চালিয়ে যাবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি বাবর হোসেন, ডা. মনিরুল ইসলাম, জেলা সম্পাদক আহসানুল ইসলাম, আবুল খায়ের মোল্লা, আবুল কালাম প্রমুখ।

Back To Top