ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এক্সিবিসন কাম সেল অনুষ্ঠিত হল বহরমপুর কালেক্টরি ক্লাব হলে

#বিজ্ঞান

 

 

 

ওয়াইল্ড লাইফ কনজারবেশন মুর্শিদাবাদ এর সেমিনার ”ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এক্সিবিসন কাম সেল” শনিবার অনুষ্ঠিত হল বহরমপুর কালেক্টরি ক্লাব  হলে।  ই-বার্ডিং, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ছিল এই আলোচনার অংশ।

উপস্থিত ছিলেন (World Wide Fund for Nature) WWF এর প্রতিনিধি প্রিয়া হাজরা। তিনি wildlife conservation এর বাস্তবায়নের উপায় সম্পর্কে আলোচনা করেন।

 

E-Birding : Sagor Adhurya, Phd scholar, dept. Of zoology, visva bharati. তিনি ই-বার্ডিং সম্পর্কে বিশদ আলোচনা করেন।

Wildlife photography : Goutam Chandra Dey। তিনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি সম্পর্কে আলোকপাত করেন।

সমগ্র ভারতে তথা পৃথিবীতে পরিবেশের সামাজিক ভারসাম্য নষ্ট হতে চলেছে। সেখানে দাড়িয়ে ওয়াইল্ড লাইফ কন্সারবেশন-এর এই পদক্ষেপ অনেক কার্যকরী।

 

বিশদ জানতে নিচে ওয়েবসাইটে গিয়ে ঘুরে আসুন

Website: embracewildlife.wixsite.com/embracewcm

Email: embracewildlife@gmail.com

Back To Top