কবিতাঃ হিন্দুর ছেলে তাই

#কবিতা

হিন্দুর ছেলে তাই

~তাপস হোড়

হিন্দুর ছেলে আমি, তাই ঘেন্না করি মুসলমান

আমার খাদ্য প্রিয় বিরিয়ানি, দোকান প্রিয় আরসালান

আমি ঘেন্না করি মুসলমান

আমি দুঃখে-প্রেমে গুণগুনিয়ে আউড়ে বেড়াই রফির গান

সাথে ঘেন্না করি মুসলমান

আমি ক্রিকেট-পাগল, আমার প্রিয় প্লেয়ার জাহির খান

তবে ঘেন্না করি মুসলমান।

সে বার আমায় ধরল ভূতে, ওষ্ঠাগত প্রাণ

জলপোড়া আর ঝাড়ুর বাড়ি পথ্য দিলেন ইমাম

ওনার উপর ভরসা অগাধ, উনিই আমায় বাঁচান

ভুল বুঝ না আমায়, আমি ঘেন্না করি মুসলমান।

আমি হিন্দি ছবির বিশাল ফ্যান, শাহরুখ বাঁ সলমন

হ্যাঁ, ঘেন্না করি মুসলমান

আমার বইয়ের তাকে উঁকি মারেন নজরুল ইসলাম

তবু ঘেন্না করি মুসলমান

আমার দেখা রাষ্ট্রপিতা স্যার আব্দুল কালাম

শ্রদ্ধা করি ওঁকে, আর ঘেন্না মুসলমান।

আমার পাড়ার মোড়ে দর্জি-চাচা মুস্তাকের দোকান

ওনার সেলাই-কাপড় ছাড়া আমায় লাগে বেমানান

আমার পোশাকটা তাই ছোট থেকেই উনিই সামলান

মনে রেখো সবাই, আমি ঘেন্না করি মুসলমান।

আর পড়ুন কবিতা এ যুগের প্রেমিক কবি ডলফিনের লেখা “অভিমান” কবিতাটি

(সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কবিতাটা এখানে প্রকাশ করা হল। )

Back To Top